দেশে NRC হবেই, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ভারতকে বিশ্বের উদ্বাস্তু রাজধানী করে দেওয়া হবে না৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলবে বলে সুপ্রিম কোর্টে সাফ জানান কেন্দ্র৷ অদূর ভবিষ্যতে গোটা দেশে এনআরসি করা হবে, তাও ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ জুলাই৷ দফায় দফায় সময়সীমা পরিবর্তনের পর এরকমই স্থির হয়েছিল৷ সেই তালিকা প্রকাশের প্রস্তুতি এখনও ত্রুটিমুক্ত নয় জানিয়ে

দেশে NRC হবেই, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ভারতকে বিশ্বের উদ্বাস্তু রাজধানী করে দেওয়া হবে না৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলবে বলে সুপ্রিম কোর্টে সাফ জানান কেন্দ্র৷ অদূর ভবিষ্যতে গোটা দেশে এনআরসি করা হবে, তাও ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ জুলাই৷ দফায় দফায় সময়সীমা পরিবর্তনের পর এরকমই স্থির হয়েছিল৷ সেই তালিকা প্রকাশের প্রস্তুতি এখনও ত্রুটিমুক্ত নয় জানিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে আরও সময়সীমা বাড়ানো হোক৷

কেন্দ্রীয় সরকারের তরফে আদালতকে জানানো হয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশ করা এখনই যাচ্ছে না৷ কারণ বহু বৈধ ভারতীয় নাগরিক তালিকার বাইরে থেকে গিয়েছে৷ আর পক্ষান্তরে অনেক বেআইনি বাসিন্দা এই তালিকায় ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে৷ এই অভিযোগ ও পাল্টা অভিযোগের চাপানউতোরের জন্যই আবার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে৷ সেই কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে৷ তাই ত্রুটিহীন তালিকা প্রকাশের স্বার্থে আরও সময় দেওয়া হোক৷

আগেও এনআরসির তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছিল৷ সর্বশেষ তালিকা অনুযায়ী ৪০ লক্ষ মানুষকে বাইরে রাখা হয়েছে৷ বৈধ তালিকার বাইরের এই ৪০ লক্ষ মানুষের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =