আধার কার্ড না থাকলেও মিলবে সরকারি পরিষেবা, ঘোষণার মোদির

লখনউ: উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করলেন কল্পতরু প্রধানমন্ত্রী৷ আজ সভামঞ্চে দাঁড়িয়ে কৃষক-শ্রমিক ও আদিবাসী সমাজেদের জন্য মোদি সককারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন৷ কেন্দ্র সরকারের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসকে নিশানা করেন নমো৷ দুর্নীতি, কৃষি ঋণ মকুবের প্রস্তাবের নিয়েও মুখ খোলেন তিনি৷ বলেন, ‘‘আগে সরকারের আমালে সরকারি টাকা নয়ছয় হত৷ সরকারি

আধার কার্ড না থাকলেও মিলবে সরকারি পরিষেবা, ঘোষণার মোদির

লখনউ: উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করলেন কল্পতরু প্রধানমন্ত্রী৷ আজ সভামঞ্চে দাঁড়িয়ে কৃষক-শ্রমিক ও আদিবাসী সমাজেদের জন্য মোদি সককারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন৷ কেন্দ্র সরকারের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসকে নিশানা করেন নমো৷ দুর্নীতি, কৃষি ঋণ মকুবের প্রস্তাবের নিয়েও মুখ খোলেন তিনি৷

বলেন, ‘‘আগে সরকারের আমালে সরকারি টাকা নয়ছয় হত৷ সরকারি টাকা মানুষের কাছে পৌঁছানোর আগে টাকা মেরে দিত দালালরা৷ কিন্তু, আমরা এখন সরাসরি টাকা ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিই৷’’ এদিন প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন,  কিষান সম্মান নিধি যোজনা-সহ সরকারি সুবিধা পেতে আধার কার্ড না থকলেও চলবে৷ তবে, আধারের জন্য আবেদন সংক্রান্ত নম্বর দিলেও মিলবে পরিষবা৷ এদিনের সভামঞ্চে দাঁড়িয়ে কৃষকদের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন মোদি৷ সেচের কাজে সোলার প্ল্যান বসানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি৷ তবে, কৃষকরা তাঁদের উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলেও জানান মোদি৷

এদিন উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ৭৫,০০০ কোটি টাকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেন মোদী৷ এতে উপকৃত হবেন দেশের ১২ কোটি কৃষক। প্রকল্পের আওতায় ২ একর পর্যন্ত কৃষি জমির মালিকরা বছরে ৬ হাজার টাকা অনুদান পাবেন। এই টাকা দেওয়া হবে ৩ বারে। প্রতিবার মিলবে ২ হাজার টাকা। ওই টাকা সরাসরি চলে যাবে চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ সরকারের বক্তব্য, দেশের ছোট ও মাঝারি কৃষকদের ওই টাকা দেওয়া হচ্ছে যাতে তাঁরা ওই টাকা খরচ করে ঠিকমতে ফসলের পরিচর্যা করতে পারেন। পাশাপাশি চাষের জন্য ঋণ করার প্রবণতা অনেকটাই কমবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 1 =