হত ৩ মাওবাদী, উদ্ধার ৪৭ রাইফেল সহ প্রচুর অস্ত্র

ঝাড়খণ্ড : সাতসকালে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। উত্তপ্ত ঝাড়খণ্ডের গুমলা। গুলিতে হত তিন মাওবাদী৷ ঘটনাস্থল থেকে এক-৪৭ রাইফেল সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে৷ গুমলার কামডারায় বেশ কয়েকজন মাওবাদী আত্মগোপন করেছে খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে সিআরপিএফের কোবরা বাটালিয়ানের জওয়ান ও পুলিস৷ এরপরেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই বাধে। গুলিতে এখনও পর্যন্ত ৩জন মাওবাদীর মৃত্যু

হত ৩ মাওবাদী, উদ্ধার ৪৭ রাইফেল সহ প্রচুর অস্ত্র

ঝাড়খণ্ড : সাতসকালে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। উত্তপ্ত ঝাড়খণ্ডের গুমলা। গুলিতে হত তিন মাওবাদী৷ ঘটনাস্থল থেকে এক-৪৭ রাইফেল সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে৷ গুমলার কামডারায় বেশ কয়েকজন মাওবাদী আত্মগোপন করেছে খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে সিআরপিএফের কোবরা বাটালিয়ানের জওয়ান ও পুলিস৷ এরপরেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই বাধে। গুলিতে এখনও পর্যন্ত ৩জন মাওবাদীর মৃত্যু হয়েছে৷ এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + six =