আলিগড়: গান্ধিজির ছবিতে গুলিতে চালিয়ে গ্রেপ্তার হওয়া হিন্দু মহাসভার নেত্রীর চাঞ্চল্যকর মন্তব্য৷ বুধবার আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনেই তাঁর মন্তব্য, গান্ধীজির ছবিতে গুলি চালিয়ে আমরা কোনও অপরাধ করেনি৷ সাংবিধানিক অধিকার ব্যবহার করেছি মাত্র৷ এই ঘটনার জন্য আমার কোনও অনুশোচনা নেই৷’’
গত পয়লা ফেব্রুয়ারি গান্ধিজির হত্যার পুনরাভিনয়ের জন্য আটক করা হয় হিন্দু মহাসভার দু’জনকে। ১৩ জনের নামে এফআইআর দায়ের করা হয়৷ আলিগড়ে গান্ধির মৃত্যুদিনে হিন্দু মহাসভার সদস্যরা তাঁর ছবি লাগানো একটি কুশপুতুলের গায়ে এয়ারগান দিয়ে গুলি করে। তারা নাথুরাম গডসের সমর্থক। আলিগড়ের নৌরঙ্গাবাদে হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক শকুন পান্ডের এই গুলি করার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়৷
Aligarh: Hindu Mahasabha’s Pooja Pandey&her husband Ashok Pandey produced before local court. They were arrested from Tappal for recreating Mahatma Gandhi’s assassination. Pooja Pandey says, “No regrets. We have not committed any crime. We have used our Constitutional right.” pic.twitter.com/y02DmO3iNh
— ANI UP (@ANINewsUP) February 6, 2019