নয়াদিল্লি: ইভিএম নিয়ে চিন্তার কোনও কারণ নেই, জানিয়ে দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, সব ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বিভিন্ন দলের এজেন্টদের সামনেই নিয়ম মেনে সিল করা হয়। তার ভিডিও তোলা হয়। বসানো হয় সিসিটিভি। যে স্ট্রংরুমে ইভিএমগুলি রাখা হয়, তার বাইরে প্রার্থীদের ২৪ ঘণ্টা পাহারা দেওয়ার অনুমতি রয়েছে।
অন্যদিকে মঙ্গলবারই সবকটি ভিভিপ্যাট ভোটগণনার সময় মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারা বলেছে, প্রধান বিচারপতি এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট জানিয়েছে, তারা ভিভিপ্যাট নিয়ে বিধানসভার প্রস্তাব সংক্রান্ত আবেদনটি অবসরকালীন বেঞ্চে শুনবে। সেখানে আর্জি জানানো হয়েছে, ইভিএমের আগে ভিভিপ্যাটের ফল গুণতে হবে।