নয়াদিল্লি: বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যকে কৌশলে নির্বাচনী প্রচারে কাজে লাগিয়েছে বিজেপি। পাল্টা জবাবে ইউপিএর নেতারা দাবি করেছিলেন, কংগ্রেসের আমলেও ছ’টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। কিন্তু তাঁরা কখনও ভোটের প্রচারে সেই প্রসঙ্গ উত্থাপন করেননি। এর মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য।
জম্মুর এক সমাজকর্মী তথ্যের অধিকার আইনে (আরটিআই) প্রতিরক্ষা মন্ত্রকের কাছে পূর্বে কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কি না, সেই বিষয়ে জানতে চেয়েছিলেন। তার জবাবে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২০১৬ সালের আগে ভারতীয় বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, এমন কোনও তথ্য তাদের হাতে নেই।
২০১৮ সালে তথ্যের অধিকার আইনে ২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কি না, জানতে চান জম্মুর সমাজকর্মী রোহিত চৌধুরী। জবাবে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-এর তরফে জানানো হয়, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সার্জিক্যাল স্ট্রাইকের তথ্য তাদের হাতে রয়েছে। ২০১৬ সালের আগে কোনও সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল, এমন কোনও তথ্য তাদের কাছে নেই। এই তথ্য হাতে পাওয়ার পরে রোহিত চৌধুরী জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে কংগ্রেস।