ষষ্ঠ দফার নির্বাচনেও বাংলায় অশান্তির আশঙ্কা

নয়াদিল্লি: আগামী রবিবার ষষ্ঠ দফার ভোটেও পশ্চিমবঙ্গে গোলমাল হতে পারে, এই আশঙ্কা করে নির্বাচন কমিশনকে আজ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করল প্রদেশ কংগ্রেস। দলের পক্ষ থেকে রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টাচার্য এবং প্রদেশ নেতা শুভঙ্কর সরকার এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন। রাজ্যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হচ্ছে না

ffc75f40fcf45659b6b4c113e8b555fe

ষষ্ঠ দফার নির্বাচনেও বাংলায় অশান্তির আশঙ্কা

নয়াদিল্লি: আগামী রবিবার ষষ্ঠ দফার ভোটেও পশ্চিমবঙ্গে গোলমাল হতে পারে, এই আশঙ্কা করে নির্বাচন কমিশনকে আজ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করল প্রদেশ কংগ্রেস। দলের পক্ষ থেকে রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টাচার্য এবং প্রদেশ নেতা শুভঙ্কর সরকার এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন। রাজ্যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হচ্ছে না বলেই অভিযোগ করেন তাঁরা।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করে প্রদীপ ভট্টাচার্য নয়াদিল্লির নির্বাচন সদন থেকে বেরিয়ে বলেন, বাংলায় প্রত্যেক ভোটের দিনই কমবেশি গোলমাল হচ্ছে। অথচ কমিশন উল্লেখযোগ্য কোনও ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক এবং রাজ্য সরকারের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে বলেও অভিযোগ করেন প্রদীপবাবু। বলেন, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বুথের ১০০ মিটারের মধ্যে অনধিকার কারও প্রবেশ রুখতে হবে, সেখানে কেন্দ্রীয় বাহিনী কী করে যাকে তাকে ঢুকতে দিচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *