ডিজিটাল ভারতের ই-পাঠশালা! রাস্তায় চোঙা ফুঁকে ক্লাস নিচ্ছেন শিক্ষক

ডিজিটাল ভারতের ই-পাঠশালা! রাস্তায় চোঙা ফুঁকে ক্লাস নিচ্ছেন শিক্ষক

রাঁচি:  কোভিড-১৯ প্যান্ডেমিকে লকডাউনের জেরে দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ পড়াশোনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাই৷ কিন্তু ভারতের মতো আর্থসামাজিক পরিকাঠামোয় সকলের হাতে স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবা যে থাকবে না, তা বলাই বাহুল্য৷ তবে কি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে গরিব ঘরের পড়ুয়ারা? এই সমস্যা দূর করতেই এক অনন্য উপায় খুঁজে বার করলেন ঝাড়খণ্ডের দুমকার শিক্ষকরা৷

রাজ্যের বাঁকাঠি গ্রামের আপগ্রেডেড মিডল স্কুলের প্রধান শিক্ষক শ্যাম কিশোর সিং ২০০ জনের বেশি পড়ুয়ার পাশে দাঁড়াতে এক অনন্য উপায় অবলম্বন করলেন৷ গ্রামের চারিপাশে গাছে গাছে এবং দেওয়ালগুলিতে একাধিক লাউড স্পিকার লাগানোর ব্যবস্থা করেন তিনি৷ বিভিন্ন লোকেশনে থাকা এই লাউডস্পিকারের মাধ্যমেই ক্লাসে যাগ দিতে শুরু করে ছাত্রছাত্রীরা৷ প্রতিদিন ২ ঘণ্টা করে চলে ক্লাস৷ ১৬ এপ্রিল প্রথম ক্লাস হয় লাউডস্পিকারে৷ 

সকাল ১০টায় চলে আসেন শিক্ষকরা৷ স্কুলের ক্লাসরুমে বসেই পাঁচজন শিক্ষক মাইক্রোফোনের সামনে পড়ানো শুরু করেন৷ সিং-এর কথায়, ‘‘শিক্ষকরাই সমাজকে বদলাতে পারে৷’’ অভিনব পন্থায় ছাত্রদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই উদ্যোগে অভিভূত পড়ুয়ারাও৷ করোনা পরিস্থিতিতে যারা অনলাইনে পড়াশোনার সুযোগ পাচ্ছিল না, তাদের জন্য এই উদ্যোগ সত্যই অনবদ্য৷ একদিকে ক্লাসরুমে বসে নির্দেশ দিয়ে চলেছেন শিক্ষকরা, অন্যদিকে ঘরে বসে নোট নিচ্ছেন পড়ুয়ারা৷ এই পদ্ধতিতে কোনও অসুবিধা হচ্ছে না পড়ুয়াদেরও৷ তাদের কথায়, সহজেই পড়া বুঝতে পারছে তারা৷ 

সিং জানান, তাঁর স্কুলের ২৪৬ জন পড়ুয়ার মধ্যে মাত্র ৪২ জনের বাড়িতে স্মার্টফোন রয়েছে৷ তবে তিনি জানান, ছাত্ররা যে কোনও মোবাইল থেকে তাদের অসুবিধার কথা আমাদের জানাতে পারে৷ পরের দিনের ক্লাসে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে৷ তাঁর কথায়, প্রতিটি ছাত্রছাত্রী যাতে শিক্ষার সুযোগ পায়, সেই লক্ষেই এই পদক্ষেপ৷   শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, দুমকার ডেপুটি কমিশনার রাজেশ্বরী বি৷ তিনি বলেন, ‘‘ছাত্রদের সাহায্য করার জন্য যে অভিনব পথে বেঁছে নেওয়া হয়েছে তাতে যেমন উপকৃত হচ্ছে পড়ুয়ারা, তেমনই তাদের অভিভাবকরাও জানতে পারছে স্কুলে কী পড়ানো হচ্ছে৷ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eight =