নয়াদিল্লি: শেষপর্যন্ত মিটমাটের চেষ্টা চালিয়ে যাবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার অযোধ্যা মামলার শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ এই মন্তব্য করেন।
সম্পত্তি নিয়ে রামজন্মভূমি-বাবরি মসজিদ বিবাদের সমঝোতার চেষ্টা শীর্ষ আদালত চালিয়ে যাবে। তাঁরা চান, বিবাদ মিটে যাক। রামলালা বিরাজমানের তরফে আইনজীবী সি এস বরদারাজন বলেন, এর আগেও সমঝোতার চেষ্টা হয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি। বৃহত্তর স্বার্থে তাঁরা আরেক চেষ্টা করতে পারেন বলে জানান বাবরি মসজিদের তরফের আইনজীবী রাজীব ধাওয়ান। পরবর্তী শুনানি ৫ মার্চ। এছাড়া, উত্তরপ্রদেশ সরকারের অনুবাদকরা মৌখিক সাক্ষ্যের যে অনুবাদ করেছে, তা খতিয়ে দেখার জন্য আট সপ্তাহ সময় দেওয়া হয়েছে।