মায়ের মৃতদেহ সাইকেলে চাপিয়ে একাই শ্মশানে গেলেন যুবক

উড়িশা: ‘জাতের নামে বজ্জাতি’র আরও এক জ্বলন্ত উদাহরণ প্রকাশ্যে এল। নিচু জাত। তাই মৃত মায়ের দেহ সাইকেলে চাপিয়ে নিজেকেই পাঁচ কিলোমিটার দূরের শ্মশানে নিয়ে যেতে হল বছর সতেরোর তরুণ সরোজকে। গ্রামের কেউ বা কোনও আত্মীয়স্বজন তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ঘটনাটি ঘটেছে বুধবার উড়িশার ঝারসুগড়া জেলার কারপাবাহাল গ্রামে। বছর পঞ্চাশের জানকী দেবী গতকালই জল আনতে

মায়ের মৃতদেহ সাইকেলে চাপিয়ে একাই শ্মশানে গেলেন যুবক

উড়িশা: ‘জাতের নামে বজ্জাতি’র আরও এক জ্বলন্ত উদাহরণ প্রকাশ্যে এল। নিচু জাত। তাই মৃত মায়ের দেহ সাইকেলে চাপিয়ে নিজেকেই পাঁচ কিলোমিটার দূরের শ্মশানে নিয়ে যেতে হল বছর সতেরোর তরুণ সরোজকে। গ্রামের কেউ বা কোনও আত্মীয়স্বজন তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

ঘটনাটি ঘটেছে বুধবার উড়িশার ঝারসুগড়া জেলার কারপাবাহাল গ্রামে। বছর পঞ্চাশের জানকী দেবী গতকালই জল আনতে গিয়ে মাটিতে পড়ে মারা যান। জানকী দেবীর বিয়ে হয়েছিল সুন্দরগড়ের মনু সিন্ধেরিয়ার সঙ্গে। তবে মনু ‘নিচু’জাতের হওয়ায় তাঁদের বিয়ে মানেননি জানকী দেবীর আত্মীয়স্বজনেরা। বছর দশেক আগে মারা যান মনু। সে সময়েও একই চিত্র। কেউ এগিয়ে না আসায় জানকী দেবীকে একাই কোনওমতে একটি জঙ্গলে গিয়ে স্বামীর শেষকৃত্য সারতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =