অতিথিদের জুতোয় নাক ঘষিয়ে যুবককে চাটানো হল ধুলো

মন্দসৌর: ভুলবশত অতিথিদের গায়ে জল পড়ে যাওয়ায় দায়ে এক যুবকে নাক ঘষতে হল অতিথিদের জুতোয়৷ জুটল মারধর৷ ঘটনাটি মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায়৷ আক্রান্তের ওই যুবকের নাম কমল সিং৷ বয়স ২৬ বছর৷ কমল সিংয়ের অভিযোগ, তাঁকে মারধর করার পাশাপাশি ধুলো চাটতে বাধ্য করানো হয়৷ একটি বিয়ে বাড়ি উপলক্ষ্যে নগর পিপুলিয়া গ্রামে যান তিনি৷ সেই বিয়ে বাড়িতে জল

অতিথিদের জুতোয় নাক ঘষিয়ে যুবককে চাটানো হল ধুলো

মন্দসৌর: ভুলবশত অতিথিদের গায়ে জল পড়ে যাওয়ায় দায়ে এক যুবকে নাক ঘষতে হল অতিথিদের জুতোয়৷ জুটল মারধর৷ ঘটনাটি মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায়৷

আক্রান্তের ওই যুবকের নাম কমল সিং৷ বয়স ২৬ বছর৷ কমল সিংয়ের অভিযোগ,  তাঁকে মারধর করার পাশাপাশি  ধুলো চাটতে বাধ্য করানো হয়৷ একটি বিয়ে বাড়ি উপলক্ষ্যে নগর পিপুলিয়া গ্রামে যান তিনি৷ সেই বিয়ে বাড়িতে জল নিয়ে শুরু হয় গণ্ডগোল৷ জল ছেটানোকে কেন্দ্র করে তাঁর শুরু হয় বচসা৷ কমলকে ঘিরে ফেলে নিজেদের জুতোতে নাক ঘষতে নির্দেশ দেওয়া হয়৷ চাটতে বলা হয় ধুলো৷ পুরো ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেন অভিযুক্তদের একজন৷ পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়৷ ভিডিও ভাইরাল হওয়ার পরও ওই যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 4 =