চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হয়েও ৯ কিমি হেঁটে প্রাণে বাঁচল যুবক

উত্তরপ্রদেশ : চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বেঁচে ফেরার সম্ভবনা কমই থাকে৷ তবে বছর ২৪-এর যুবকের ক্ষেত্রে বিষয়টি উল্টো৷ চলন্ত ট্রেন থেকে পড়ে জখম অবস্থায় প্রায় ৯ কিলোমিটার পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছলেন যুবক৷ পরে হাসপালাতে চিকিৎসার পর সুস্থ ওই যুবক৷ জানা গিয়েছে, উত্তর প্রদেশের বালিয়া থেকে সঙ্ঘমিত্রা এক্সপ্রেসে ভাইকে নিয়ে উঠেছিলেন উঠেছিলেন এই যুবক৷ গন্তব্য

চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হয়েও ৯ কিমি হেঁটে প্রাণে বাঁচল যুবক

উত্তরপ্রদেশ : চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বেঁচে ফেরার সম্ভবনা কমই থাকে৷ তবে বছর ২৪-এর যুবকের ক্ষেত্রে বিষয়টি উল্টো৷ চলন্ত ট্রেন থেকে পড়ে জখম অবস্থায় প্রায় ৯ কিলোমিটার পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছলেন যুবক৷ পরে হাসপালাতে চিকিৎসার পর সুস্থ ওই যুবক৷

জানা গিয়েছে, উত্তর প্রদেশের বালিয়া থেকে সঙ্ঘমিত্রা এক্সপ্রেসে ভাইকে নিয়ে উঠেছিলেন উঠেছিলেন এই যুবক৷ গন্তব্য ছিল অন্ধ্রপ্রদেশের নেল্লোরে৷ রাত্রিতে বাথরুমে যান তিনি। কিন্তু ঘুমের মধ্যে থাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক৷  মারাত্বকভাবে জখম হন তিনি৷ বেরিয়ে যায় পেটের নাড়ি ভুড়ি৷ ওই অবস্থাতেই প্রায় ৯ কিমি হেঁটে পরের স্টেশন হাসানপার্থিতে গিয়ে পৌঁছন৷ তাঁকে রক্তাত্ব অবস্থায় প্রথম দেখতে পান স্টেশন মাস্টার৷ পরে তাঁকে ওয়ারাঙগালের মহাত্মা গান্ধী হাসপাতালে ভর্তি করানোর ব্যাবস্থা করেন৷ প্রাণে বাঁচেন যুবক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 7 =