ছন্নছাড়া কংগ্রেস! দলের হাল ধরবে কে?

নয়াদিল্লি: প্রত্যাশা ছিল৷ কিন্তু, সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে লোকসভা ভোটের ফলাফল৷ দলের শোচনীয় হার, রাহুল গান্ধীর পদত্যাগ, সংসদে সাংসদদের গরহাজিরা জেরে রীতিমতো ছন্নছাড়া কংগ্রেস শিবির৷ এই পরিস্থিতি দলের হাল ধরতে শুরু হচ্ছে কংগ্রেসের সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক৷ বৈঠকের প্রধান অ্যাজেণ্ডা, রাজীব গান্ধীর ৭৫তম জন্মবার্ষিকী পালনের কর্মসূচি৷ তবে, রাজীব গান্ধীকে নিয়ে অ্যাজেণ্ডা তৈরি হলেও দলের

ছন্নছাড়া কংগ্রেস! দলের হাল ধরবে কে?

নয়াদিল্লি: প্রত্যাশা ছিল৷ কিন্তু, সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে লোকসভা ভোটের ফলাফল৷ দলের শোচনীয় হার, রাহুল গান্ধীর পদত্যাগ, সংসদে সাংসদদের গরহাজিরা জেরে রীতিমতো ছন্নছাড়া কংগ্রেস শিবির৷ এই পরিস্থিতি দলের হাল ধরতে শুরু হচ্ছে কংগ্রেসের সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক৷ বৈঠকের প্রধান অ্যাজেণ্ডা, রাজীব গান্ধীর ৭৫তম জন্মবার্ষিকী পালনের কর্মসূচি৷ তবে, রাজীব গান্ধীকে নিয়ে অ্যাজেণ্ডা তৈরি হলেও দলের পরবর্তী সভাপতি নির্বাচই প্রধান ইস্যু হয়ে দাঁড়াতে পারে৷

এক দিকে দলের সভাপতি পদ ফাঁকা, অন্যদিকে রাহুল গান্ধী নিষ্ক্রিয় মনোভাবের জেরে বেশ ছন্নছাড়া কংগ্রেস শিবির৷ দলের হারের পর একেবারে হাল ছেড়ে দিয়ে বসে রয়েছেন রাহুল৷ ঘুর না দাঁড়িয়ে রাহুলের নিষ্ক্রিয়তা দলের অন্দরে রয়েছে নানান প্রশ্ন৷ সংসদেও তাঁকে যথেষ্ট সক্রিয় দেখা যাচ্ছে না৷ সোনিয়া গান্ধী অসুস্থ৷ প্রায় নিয়ম করে লোকসভায় হাজির থাকলেও রাহুলের গরহাজিরা নিয়ে উঠছে প্রশ্ন৷ দলের শীর্ষ নেতৃত্বের অবস্থা দেখে কংগ্রেসের ছন্নছাড়া দশা চোখে পড়ছে সংসদে৷ ফলে, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কীভাবে দলকে নতুন করে জীবন ফেরাবেন, সেদিকে নজর রাখছেন রাজনীতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *