কথায় কথায় ওয়েলে নেমে বিক্ষোভ? চরম বার্তা মোদির

নয়াদিল্লি: রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে দাঁড়িয়ে এনসিপি ও বিজেডি’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এনসিপি ও বিজিবিকে প্রশংসার পাশাপাশি নিজের দল-সহ বিরোধীদের চরম সতর্কবার্তা দিয়েছেন মোদি৷ রাজ্যসভার অধিবেশনের দাঁড়িয়ে মোদি সমস্ত দলকে সতর্ক করে জানিয়েছেন, এনসিপি ও বিজেডি’র থেকে সমস্ত দলকে শিক্ষা নেওয়া উচিত৷ কারণ তারা ঘোষণা করেছে কখনও তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না৷

697969bb329edd42ed804f0d958b11fe

কথায় কথায় ওয়েলে নেমে বিক্ষোভ? চরম বার্তা মোদির

নয়াদিল্লি: রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে দাঁড়িয়ে এনসিপি ও বিজেডি’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এনসিপি ও বিজিবিকে প্রশংসার পাশাপাশি নিজের দল-সহ বিরোধীদের চরম সতর্কবার্তা দিয়েছেন মোদি৷

রাজ্যসভার অধিবেশনের দাঁড়িয়ে মোদি সমস্ত দলকে সতর্ক করে জানিয়েছেন, এনসিপি ও বিজেডি’র থেকে সমস্ত দলকে শিক্ষা নেওয়া উচিত৷ কারণ তারা ঘোষণা করেছে কখনও তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না৷ নিজেদের দাবি-দাওয়া নিজেদের আসন থেকেই সোচ্চার হবেন৷ এটা খুব বড় সিদ্ধান্ত৷ আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি৷ একই সঙ্গে আমি অন্যান্য দলের কাছেও একই অনুরোধ করব, তাও যেন অধিবেশনের নিয়ম-কানুন বজায় রেখে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পারেন৷’’

ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর বিরুদ্ধে বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজের দল ও বিরোধীদের সতর্ক করে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ‘‘আমরা শাসকদল হয়ে কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাব না৷ এটা আমাদের সমস্ত ট্রিজারি বেঞ্চের সদস্যদের মনে রাখা উচিত৷ এনসিপি ও বিজেডি সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমরা কেন পারব না? আমার মনে হয় শুধু ওই দুটি দল কেন, বাকিরাও অধিবেশনে নিয়ম কারণ বাজারে রেখে চলবেন৷ নিজেদের দাবি দেওয়া থাকলে, বিতর্ক অংশ নিতে ওয়েলে নেমে এসে বিক্ষোভ কেন? এতে সংসদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার৷’’ এটা আগামী দিনে কোন মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *