নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসকে ‘দেশভক্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ওঠা বিতর্কের মাঝেই বিজেপির ভোপাল কেন্দ্রের প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর সোমবার থেকে ‘মৌনব্রত’ ঘোষণা করেছেন। তিনি আজই সকালে টুইট করে আরও একবার ক্ষমা চেয়েছেন। এই নিয়ে একই ঘটনায় দ্বিতীয়বার ক্ষমা চাইলেন বিজেপির এই নেত্রী৷ তবে, ২৩ মে ভোট গণনার দিন ফের বিস্ফোরণ ঘটাবেন বলেও আগাম জানিয়ে দিলেন প্রজ্ঞা৷
মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর টুইট করেছেন, “নির্বাচনের শেষে এখন শান্ত থাকার সময়। যদি আমার কথায় মানুষের অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী ও দুঃখিত৷ আমি কঠোরভাবে ২১ প্রহর মৌনব্রত পালন করব৷’’ এর অর্থ তিনি বৃহস্পতিবার মৌনব্রত ভঙ্গ করার পরিকল্পনা করছেন। ওই দিনই জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপির এই নেত্রী।
গত সপ্তাহেই প্রজ্ঞা ঠাকুরের একটি বক্তব্য নিয়ে প্রচণ্ড প্রতিক্রিয়া ও বিক্ষোভ দেখা যায়। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নাথুরাম গডস একজন দেশভক্ত ছিলেন, আছেন এবং একজন দেশভক্তই থাকবেন। যে লোকেরা তাঁকে সন্ত্রাসী বলছে তাঁদের উচিৎ নিজের দিকে তাকানো। এই সব মানুষদের নির্বাচনে উপযুক্ত উত্তর দেওয়া হবে।” প্রথমে ক্ষমা চাইতে অস্বীকার করলেও পরে প্রজ্ঞা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তার পর ক্ষমা চেয়ে নেন। প্রধানমন্ত্রী বলেন, “বাপুর অপমান করার জন্য আমি আমার মন থেকে প্রজ্ঞাকে ক্ষমা করব না।”