স্বামীর চিতা নিভিয়ে বায়ুসেনায় যোগ দিলেন স্ত্রী

নয়াদিল্লি: গত ফেব্রুয়ারি মাসে মিরাজ ২০০০ ভেঙে প্রাণ হারান স্কোয়াড্রন লিডার সমীর আবরোল৷ স্বামীর মৃত্যুতে ভেঙে পড়লেও ঘুরে দাঁড়াতে বায়ুসেনাতেই যোগ দিলেন সমীরের স্ত্রী গরিমা আবরোল৷ বারাণসীতে দীর্ঘ পরীক্ষার পর তেলেঙ্গানার দুন্দিগালে ভারতীয় বায়ুসেনার অ্যাকাডেমিতে যোগ দেন তিনি৷ ট্যুইটারে খবরটি জানান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল অনিল চোপড়া৷ ফেব্রুয়ারি মাসে স্বামীর মৃত্যুর পর দুর্ঘটনার কারণ জানতে তদন্তের

স্বামীর চিতা নিভিয়ে বায়ুসেনায় যোগ দিলেন স্ত্রী

নয়াদিল্লি: গত ফেব্রুয়ারি মাসে মিরাজ ২০০০ ভেঙে প্রাণ হারান স্কোয়াড্রন লিডার সমীর আবরোল৷ স্বামীর মৃত্যুতে ভেঙে পড়লেও ঘুরে দাঁড়াতে বায়ুসেনাতেই যোগ দিলেন সমীরের স্ত্রী গরিমা আবরোল৷

স্বামীর চিতা নিভিয়ে বায়ুসেনায় যোগ দিলেন স্ত্রীবারাণসীতে দীর্ঘ পরীক্ষার পর তেলেঙ্গানার দুন্দিগালে ভারতীয় বায়ুসেনার অ্যাকাডেমিতে যোগ দেন তিনি৷ ট্যুইটারে খবরটি জানান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল অনিল চোপড়া৷ ফেব্রুয়ারি মাসে স্বামীর মৃত্যুর পর দুর্ঘটনার কারণ জানতে তদন্তের দাবি করেছিলেন গরিমা৷ সেই দাবিতে তিনি এখনও অনড়৷ যদিও বায়ুসেনায় যোগ দিতে পেরে গর্বিত গরিমা৷

অন্যদিকে, কার্গিলের মতো যুদ্ধ হলে ভারতীয় বায়ুসেনা প্রস্তুত বলে মঙ্গলবার দাবি করলেন বায়ুসেনার প্রধান বি এস ধানোয়া৷ নয়াদিল্লিতে একটি সেমিনারে তিনি বলেন, যেকোনও ধরনের জঙ্গি হামলার মোকাবিলায় তাঁরা প্রস্তুত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =