সাদা বরফের বুক চিড়ে উঠল জাতীয় পতাকা

দিল্লির রাজপথে যখন জওয়ানদের বর্ণাঢ্য শোভাযাত্রায় চলছে, ঠিক তখনই নিজস্ব শক্তি প্রদর্শন করলেন আইটিবিপি (ITBP) বা ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (Indo-Tibetan Border Police) জওয়ানরা৷ ইন্দো তিবেটান বর্ডার পুলিশ আজ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ১৮ হাজার ফুট উচ্চতায় পর্বতের শিখরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে৷ সূত্রের খবর, সেই সময় ওই এলাকার তাপমাত্রা ছিল -৩০ ডিগ্রি৷ এই দৃশ্যের ছবি

54dd849cdc79fa25776a613d04cd67ce

সাদা বরফের বুক চিড়ে উঠল জাতীয় পতাকা

দিল্লির রাজপথে যখন জওয়ানদের বর্ণাঢ্য শোভাযাত্রায় চলছে, ঠিক তখনই নিজস্ব শক্তি প্রদর্শন করলেন আইটিবিপি (ITBP) বা ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (Indo-Tibetan Border Police) জওয়ানরা৷ ইন্দো তিবেটান বর্ডার পুলিশ আজ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ১৮ হাজার ফুট উচ্চতায় পর্বতের শিখরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে৷ সূত্রের খবর, সেই সময় ওই এলাকার তাপমাত্রা ছিল -৩০ ডিগ্রি৷

এই দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। এই অবিশ্বাস্য ঠাণ্ডার মাঝে যেভাবে সাদা বরফের চাদরে মোড়া এলাকায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন জওয়ানরা তার জন্য প্রশংসার ভাষা কমই৷ ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর শুরু হয় ২৪ অক্টোবর, ১৯৬২ সালে৷ এই বাহিনীর কাজ হল ভারত-তিব্বত সীমান্ত রক্ষা করা৷ ৯ হাজার থেকে শুরু করে ১৮ হাজার ফুট উঁচু এবং প্রায় ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পর্বতের মাঝে এই সেনাবাহিনীর সৈন্যরা -৪৫ ডিগ্রি ঠাণ্ডা সহ্য করে পাহারা দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *