গত ১০ বছরে রেকর্ড হারে কমছে দেশের জলস্তর

নয়াদিল্লি: দেশের ৯১টি প্রধান জলাধারে এখনও পর্যন্ত ৪০,৫৯২ বিসিএম বা বিলিয়ন ঘন মিটার জলের সঞ্চয় রয়েছে। এই পরিমাণ এই জলাধারগুলির সঞ্চয় ক্ষমতার ২৫ শতাংশ। ২০১৯–এর ২৫ এপ্রিল এই হার ছিল ২৬ শতাংশ। গত বছরের তুলনায় সঞ্চিত জলের পরিমাণ ১১৫ শতাংশ হয়েছে৷ গত ১০ বছরে এই পরিমাণ ১০৪ শতাংশে দাঁড়িয়েছে। দেশে এই প্রধান ৯১টি জলাধারের সঞ্চয়

গত ১০ বছরে রেকর্ড হারে কমছে দেশের জলস্তর

নয়াদিল্লি: দেশের ৯১টি প্রধান জলাধারে এখনও পর্যন্ত ৪০,৫৯২ বিসিএম বা বিলিয়ন ঘন মিটার জলের সঞ্চয় রয়েছে। এই পরিমাণ এই জলাধারগুলির সঞ্চয় ক্ষমতার ২৫ শতাংশ। ২০১৯–এর ২৫ এপ্রিল এই হার ছিল ২৬ শতাংশ। গত বছরের তুলনায় সঞ্চিত জলের পরিমাণ ১১৫ শতাংশ হয়েছে৷ গত ১০ বছরে এই পরিমাণ ১০৪ শতাংশে দাঁড়িয়েছে।

দেশে এই প্রধান ৯১টি জলাধারের সঞ্চয় ক্ষমতা ১৬১.৯৯৩ বিসিএম। এগুলির মধ্যে ৩৭টি জলাধারের জল ব্যবহার করে ৬০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। দেশের জলাধারগুলির মধ্যে উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গত বছরের তুলনায় জলের সঞ্চয় সন্তোষজনক বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খন্ড এবং ত্রিপুরা সহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ১৫টি জলাধারে জলসঞ্চয়ের পরিমাণ সন্তোষজনক বলে জানা গিয়েছে৷ তবে, গুজরাট ও মহারাষ্ট্র সহ পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলিতে গত বছরের তুলনায় মোট ২৭টি জলাধারে সঞ্চিত জলের পরিমাণ বেশ খানিকটা কমেছে। এমনকি, গত ১০ বছরের গড় হারের তুলনাতেও এই অঞ্চলের জলাধারগুলিতে জল কম রয়েছে। তবে, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ, চণ্ডীগড় সহ ১২টি জলাধারে অবশ্য গত বছরের তুলনায় সঞ্চিত জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির ৩১টি জলাধারেও চলতি মরশুমে গত বছরের তুলনায় জলসঞ্চয়ের পরিমাণ বেশ ভালো বলে কেন্দ্রীয় জল কমিশন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =