হায়দরাবাদ: তেলেঙ্গানার নিজামাবাদে ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। আর নিজামাবাদের মতো একটিমাত্র লোকসভা কেন্দ্রেই প্রার্থীর সংখ্যা ১৮৫ জন। তাঁদের মধ্যে আবার ১৭০ জন কৃষক। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ওই কেন্দ্রে ভোটগ্রহণের জন্য তাই ২ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।
এই দু’ঘণ্টায় সেখানে চলবে মক পোলিং। আগামী ১১ এপ্রিল নিজামাবাদে ভোট। ওইদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যায় ৬টা অবধি ভোটগ্রহণ চলবে। তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী অফিসার রজত কুমার এমনটাই জানিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হল তেলেঙ্গানার এই আসনেই পুনরায় ভোট করানোর ডাক দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। কেসিআর পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধেই তাঁর অভিযোগ। হলুদ এবং লাল জোয়ারের চাষের জন্য কেসিআর সরকার ন্যূন্যতমও সাহায্য করছেন না। এই অভিযাগ তুলেই তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছেন।