নয়াদিল্লি: স্বাধীনতার পরে নয় নয় করে কেটে গিয়েছে ১৬টি লোকসভার নির্বাচন৷ আর কয়েক ঘণ্টা পর শেষ দফার নির্বাচনের লাইনে দাঁড়াবেন দেশের জনতা৷ চলছে শেষ মুহূর্তের মহাযজ্ঞের প্রস্তি৷ মহাযজ্ঞ বলেই সম্ভবত স্বাধীন ভারতে এই প্রথম ভোটের বাজারে উঠছে সব থেকে বেশি পরিমাণ টাকা!
কমিশন সূত্রে খবর, এবারের নির্বাচনে হাওয়ায় উড়ছে ৩৪৩৯ কোটি টাকা! যে দেশের আজও সাধারণ মানুষের মুখে ওঠে না দু’বেলা দু’মুঠো ভাত, যে দেশে দু’টাকা কেজে দরে চাল বিলি করাটাই গর্বের সঙ্গে ভোটের ইস্যু করা হয়, সেই দেশের গণতন্ত্রণের খরচ ৩ হাজার কোটি টাকা! ভাবতেই অবাক হচ্ছেন অনেকেই৷
কমিশন জানাচ্ছে, গত লোকসভা ভোটে মোট উদ্ধার হয়েছিল ১২০০ কোটি টাকা। এবার অঙ্কটা প্রায় তিনগুণ। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু, গুজরাট, দিল্লি। তামিলনাড়ুতে কমিশন আটক করেছে ৯৫০ কোটি টাকা, দিল্লিতে ৫২২ কোটি টাকা, দিল্লিতে ৪২৬ কোটি টাকা। শুধু টাকা জমা নয়, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের নিরিখেও এই বছরটি অন্য রকম। ১০ মার্চ থেকে এ যাবৎ ৫০০টি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দাখিল হয়েছে, তার মধ্যে ৬টি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। অবশ্য প্রতিবারই তাকে ক্লিনচিট দিয়েছে কমিশন।