মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ কিং খানের মুকুটে আরও একটি পালক৷ পেলেন ডক্টরেট৷ শাহরুখকে ডক্টরেট সম্মান দিয়েছে লন্ডনের আইন বিশ্ববিদ্যালয়৷ সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এই খবরটি নিজেই জানিয়েছেন৷ একটি ছবিও পোস্ট করেছেন ৫৩ বছর বয়সী সুপারস্টার৷
লিখেছেন, “এই সম্মানের জন্য আইন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ৷ এই সম্মান আমার ফাউন্ডেশনেকে আরও উৎসাহিত করবে৷’’ শাহরুখ খানের মীর ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা৷ বিভিন্ন প্রকল্প ও এনজিও-র সহযোগিতার মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে মীর ফাউন্ডেশন৷
Thank u for the honour @universityoflaw & my best wishes to the graduating students. It will encourage our team at @MeerFoundation to strive ‘selfishly’ to share more. pic.twitter.com/IBI1I6UlFY
— Shah Rukh Khan (@iamsrk) April 4, 2019
অতীতে, শাহরুখ খান পোলিও সচেতনতা প্রচারাভিযান ও জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গেও কাজ করেছেন। তিনি মেক-আ-উইশ ফাউন্ডেশনের সাথেও যুক্ত ছিলেন৷ শাহরুখ ক্যান্সার রোগীদের সহায়তা জন্যও কাজ করেছেন। শাহরুখ বলেন, “আমি নারীর ক্ষমতায়ন, মৌলিক মানবাধিকার ও দরিদ্রদের পুনর্বাসনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, এই পৃথিবী আমাকে যা দিয়েছে তা ফিরিয়ে দিতে হবে। আমি এই সম্মানিত ডক্টরেট পেয়ে ধন্য, আমাকে নির্বাচিত করার জন্য সকলকেই ধন্যবাদ।”