ফনির মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসা রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি: ফনি’র মোকাবিলায় উপযুক্ত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারতীয় আবহাওয়া দপ্তরের ভূয়সী প্রশংসা করল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন-এর মুখপাত্র জেনিস ম্যাকক্লিন জানান, একেবারে নির্ভুল সতর্কবার্তা জারি করার ফলে অনেক আগেই প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। তাই প্রাণহানি রুখতে ভারত দারুণ কাজ করেছে। এখনও পর্যন্ত

97ec51571da54e576e8f0c9a7778b9ed

ফনির মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসা রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি: ফনি’র মোকাবিলায় উপযুক্ত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারতীয় আবহাওয়া দপ্তরের ভূয়সী প্রশংসা করল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন-এর মুখপাত্র জেনিস ম্যাকক্লিন জানান, একেবারে নির্ভুল সতর্কবার্তা জারি করার ফলে অনেক আগেই প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। তাই প্রাণহানি রুখতে ভারত দারুণ কাজ করেছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভারতের ওড়িশায় ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে একটিও প্রাণহানির ঘটনা ঘটেনি। এর জন্য ভারতীয় আবহাওয়া দপ্তরের নির্ভুল পূর্বাভাসকেই কৃতিত্ব দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। সাধারাণ সচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি সেন্দাই ফ্রেমওয়ার্কের প্রসঙ্গ তুলে ভারতকে সাধুবাদ জানিয়েছেন। ২০১৫ সালে জাপানের সেন্দাই শহরে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানো নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সমস্ত সদস্য দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। সেখানেই বিপর্যয়ের ঝুঁকি কমাতে একাধিক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ২০৩০ সাল পর্যন্ত ভারতও এই প্রজেক্টের অংশ। এদিন সেই বিষয়টির উল্লেখ করে মিজুতোরি বলেন, ভারত যে ভাবে বিপর্যয়ের মোকবিলা করেছে, তা সেন্দাই ফ্রেমওয়ার্কের সফল বাস্তবায়নেরই ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *