কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ, ভারতকে কড়া বার্তা

নয়াদিল্লি: কাশ্মীরর নিয়ে এবার ভারতকে রাষ্ট্রসংঘের কড়া বিবৃতি৷ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত নয়, অধিকার সুরক্ষিত করার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন ৩৭০ধারা রদ হওয়ার পর থেকেই কাশ্মীরে্য একটা

কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ, ভারতকে কড়া বার্তা

নয়াদিল্লি: কাশ্মীরর নিয়ে এবার ভারতকে রাষ্ট্রসংঘের কড়া বিবৃতি৷ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত নয়, অধিকার সুরক্ষিত করার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক৷

রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন ৩৭০ধারা রদ হওয়ার পর থেকেই কাশ্মীরে্য একটা বড় অংশে একপ্রকার অঘোষিত কারফিউ চলছে৷ এরফলে সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্ক থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা এমনকি জাতীয় এবং ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত লঙ্ঘিত হচ্ছে৷ অন্যদিকে সেখানকার পরিস্থিতির ওপর নজরদারি করার জন্য সংবাদ মাধ্যমকেও অনুমতি দেওয়া হচ্ছে না৷ বিগত তিনমাসে তিনজন সংবাদ কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷

এদিকে মঙ্গলবারই কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধি দল৷ সেই সফরের কয়েক ঘণ্টা আগেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ৷ অন্যদিকে এদিন, মঙ্গলবার জঙ্গিরা হামলা চালায় পুলওয়ামায় একটি স্কুলের সামনে৷ টহলদারি CRPF জওয়ানদের লক্ষ্য করে চলে ৬-৭ রাউন্ড গুলি৷

পুলওয়ামার দ্রাবগামে একটি স্কুলে পরীক্ষা চলাকালীন হামলা জঙ্গিদের৷ স্কুলের বাইরে টহলরথ জওয়ানদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷ অন্যদিকে এদিন ই কাশ্মীরের কুলাগ্রামে বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন৷ এদিন আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ অসুস্থলেই প্রাণ হারান বাঙালি ৫ শ্রমিক৷ একজন গুরুতর আহত হয়েছেন৷ তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *