অনলাইন গেমের ফাঁদে চূড়ান্ত পরিণতি যুবকের

পুনে: ব্লু-হোয়েলের মতোই এক অনলাইন গেমের শর্ত পূরণ করতে গিয়ে আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের যুবক৷ ব্লু-হোয়েলের তাণ্ডবে দেশজুড়ে নানা প্রান্তে ইতিমধ্যেই বহু মানুষ আত্মহত্যা করেছেন৷ অবশেষে ব্লু-হোয়েলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ তবে মহারাষ্ট্রের ঘটনায় এরকমই এক মারণ গেমের খবর সামনে এল৷ জানা গিয়েছে, লোনিখণ্ড এলাকার বাসিন্দা দিবাকর মালি নামে ওই যুবক অনলাইন গেমের প্রতি আসক্ত ছিলেন৷

অনলাইন গেমের ফাঁদে চূড়ান্ত পরিণতি যুবকের

পুনে: ব্লু-হোয়েলের মতোই এক অনলাইন গেমের শর্ত পূরণ করতে গিয়ে আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের যুবক৷ ব্লু-হোয়েলের তাণ্ডবে দেশজুড়ে নানা প্রান্তে ইতিমধ্যেই বহু মানুষ আত্মহত্যা করেছেন৷ অবশেষে ব্লু-হোয়েলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ তবে মহারাষ্ট্রের ঘটনায় এরকমই এক মারণ গেমের খবর সামনে এল৷

জানা গিয়েছে, লোনিখণ্ড এলাকার বাসিন্দা দিবাকর মালি নামে ওই যুবক অনলাইন গেমের প্রতি আসক্ত ছিলেন৷ পুলিশের অনুমান, সেই অনলাইন গেমেরই শর্ত পূরণ করতে গিয়ে দিবাকর আত্মহত্যার পথ বেছে নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *