নয়াদিল্লি: দুইয়ের বেশি সন্তান থাকলে সেই ব্যক্তিকে প্রার্থী করতে পারবে না কোনও রাজনৈতিক দল। এই বিষয়ে নির্দেশ জারি করুক সুপ্রিম কোর্ট।
সোমবার এই আবেদন নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তবে মামলাটি খারিজ করার পাশাপাশি বিজেপি নেতাকে আবেদন প্রত্যাহার করতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতিরা স্পষ্ট করে জানিয়ে দেন, কোনও সাংবিধানিক আদালত এই ধরনের কোনও নির্দেশ দিতে পারে না।
বহুদিন ধরেই নির্বাচন, সরকারি চাকরি ও সুযোগ-সুবিধা পাওয়া সহ একাধিক বিষয়ে দুই সন্তান নীতি লাগু করার দাবি উঠছে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রক ও নির্বাচন কমিশন এই দাবির সমস্ত দিক খতিয়ে দেখছে বলে খবর।