বাংলা থেকে মন্ত্রী হওয়ার ডাক পেলেন এই ২ সাংসদ

নয়াদিল্লি: অমিত শাহরের সঙ্গে শেষ দফায় দেড় ঘণ্টার বৈঠকের পর মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করলেন নরেন্দ্র মোদি৷ আজই মোদির সঙ্গে ৫০ জন মন্ত্রী শপথ নেবেন৷ বৈঠকের পর ইতিমধ্যেই হবু মন্ত্রীদের কাছে ফোন যাওয়া শুরু হয়েছে৷ আজ বিকেল সাড়ে ৪টেয় হবু মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি৷ সূত্রের খবর, মন্ত্রী হচ্ছেন মুক্তার আব্বাস নকভি, প্রকাশ জাভরেকরকে ফোন৷ নির্মলা

বাংলা থেকে মন্ত্রী হওয়ার ডাক পেলেন এই ২ সাংসদ

নয়াদিল্লি: অমিত শাহরের সঙ্গে শেষ দফায় দেড় ঘণ্টার বৈঠকের পর মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করলেন নরেন্দ্র মোদি৷ আজই মোদির সঙ্গে ৫০ জন মন্ত্রী শপথ নেবেন৷ বৈঠকের পর ইতিমধ্যেই হবু মন্ত্রীদের কাছে ফোন যাওয়া শুরু হয়েছে৷ আজ বিকেল সাড়ে ৪টেয় হবু মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি৷ সূত্রের খবর, মন্ত্রী হচ্ছেন মুক্তার আব্বাস নকভি, প্রকাশ জাভরেকরকে ফোন৷ নির্মলা সীতারমন, পীযূষ গোয়েলকে ফোন অমিত শাহর৷ বাংলা থেকে কারা ডাক পেলেন?

জানা গিয়েছে, বাবুল সুপ্রিয় ডাক পেয়েছেন৷ ফের মন্ত্রী হচ্ছেন বাবুল৷ তবে, দপ্তর এখনও জানা যায়নি৷ বাবুলের পাশাপাশি রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি সংসদ দেবশ্রী চৌধুরীকেও ফোন করা হয়েছে৷ বাংলা থেকে মহিলা মুখ হিসা তাঁকেও ডাকা হয়েছে মন্ত্রী হওয়ার জন্য৷ দুপুর একটা পর্যন্ত এই খবর পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, দেবশ্রীদেবী বাংলায় শপথবাক্য পাঠ করবেন৷

জানা গিয়েছে, এবার বাংলা থেকে তিন জনকে মন্ত্রী করা হতে পারে৷ মন্ত্রী হওয়ার দৌড়ে আদেই এগিয়ে ছিলেন বাবুল৷ এস এস আলুআলিয়াকে ডেপুটি স্পিকারের পদ দেওয়া হচে পারে৷ উত্তরবঙ্গ থেকে একজন মন্ত্রী হতে পারেন৷ সেক্ষেত্রে জন বার্লা, দেবশ্রী চৌধুরী ও জয়ন্ত রায় মধ্যে কাউকে বেছে নেওয়া হতে পারে বলে আগেই খবর প্রকাশ করা হয়েছিল৷ এবার দেবশ্রী চৌধুরীকে মন্ত্রীর জন্য ডাক পাঠানো হয়েছে৷

এছাড়াও সুভাষ সরকার, কুনার হেমব্রম, লকেট চট্টোপাধ্যায় মন্ত্রী হওয়ার দৌঁড়ে রয়েছেন৷ রাজ্যে মতুথা ভোটব্যাংক ধরে রাখতে শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হতে পারে৷ রাজ্য বিজেপি সভাপতিকে মন্ত্রী করা না হলেও দলের আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে খবর৷ তবে, আজ বিকেলেই জানা যাবে, প্রধানমন্ত্রীর বাসভবনে কারা কারা আমন্ত্রণ পেলেন৷ তখনই মন্ত্রীদের তালিকা নিশ্চিত ভাবে জানানো যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =