নির্বাচন শেষ হতেই রাতারাতি উধাও নামো টিভি, কিন্তু কেন জানেন?

নয়াদিল্লি: নির্বাচন শেষ হতেই রাতারাতি উধাও নামো টিভি৷ মার্চ মাসে ২৬ তারিখ প্রকাশিত হওয়া এই চ্যনেলটি ১৭ মে থেকেই উধাও হয়ে গিয়েছে৷ ওই দিনই ছিল নির্বাচন প্রচারের শেষ দিন৷ নরেন্দ্র মোদির প্রচার সংক্রান্ত সমস্ত তথ্যই দেখানো হতো সেই চ্যানেলে৷ এক বিজেপি নেতা দাবি করেছেন, ভোট শেষ তাই আর দরকার নেই নামো টিভির। কিন্তু কিভাবে এই

9809ba92645929683635bc8a97c569d8

নির্বাচন শেষ হতেই রাতারাতি উধাও নামো টিভি, কিন্তু কেন জানেন?

নয়াদিল্লি: নির্বাচন শেষ হতেই রাতারাতি উধাও নামো টিভি৷ মার্চ মাসে ২৬ তারিখ প্রকাশিত হওয়া এই চ্যনেলটি ১৭ মে থেকেই উধাও হয়ে গিয়েছে৷ ওই দিনই ছিল নির্বাচন প্রচারের শেষ দিন৷ নরেন্দ্র মোদির প্রচার সংক্রান্ত সমস্ত তথ্যই দেখানো হতো সেই চ্যানেলে৷

এক বিজেপি নেতা দাবি করেছেন, ভোট শেষ তাই আর দরকার নেই নামো টিভির। কিন্তু কিভাবে এই চ্যানেল সর্বভারতীয় চ্যানেলের তালিকায় এসেছিল ও কিভাবেই বা ওই চ্যানেল তথ্য সম্পচার মন্ত্রক থেকে শংসাপত্র পেল সেই প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে৷ যদিও বিজেপি ওই নেতার দাবি, বিজেপির আইটি সেল চালাতো ওই চ্যানেল৷

নরেন্দ্র মোদীর নামে ওই চ্যানেলটি প্রায় জোর করেই সমস্ত কেবল সার্ভিসে বিশেষ করে ডিরেক্ট টু হোম চ্যানেল গুলিতে ঢুকিয়ে দেয় নামো টিভিকে৷ না চাইতেও চ্যানেলের তালিকায় থেকে যাচ্ছিল এই চ্যানেলটি৷ দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ প্রতিবাদ জানান৷ তাঁরা তাঁদের চ্যানেলের তালিকা থেকে নামো টিভিকে কিছুতেই মুছতে পারছেন না বলে ক্ষোভও উগড়ে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *