হনুমান টুপি পরিয়ে আনা সিবিআই কার্যালয়ে তৃতীয় ব্যক্তিকে জেরা?

শিলং: মঙ্গলবার, চতুর্থ দফার জিজ্ঞাসাবাদ পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সকাল সাড়ে ১০টা নাগাদ শিলঙে সিবিআই দফতরে হাজির হন তিনি৷ কিন্তু, রাজীব কুমার ঢোকার পর এদিন সকালে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এক ব্যক্তিকে আনা হয় সিবিআইয়ের শিলংয়ের দফতরে৷ হনুমান টুপি পরিয়ে গাড়িতে করে কার্যালয়ের পিছন দিয়ে তাঁকে নিয়ে আসা হয়। ওই ব্যক্তির পরিচয় সংবাদ মাধ্যমের থেকে গোপন

e748625732c2539045165f33aee342ea

হনুমান টুপি পরিয়ে আনা সিবিআই কার্যালয়ে তৃতীয় ব্যক্তিকে জেরা?

শিলং: মঙ্গলবার, চতুর্থ দফার জিজ্ঞাসাবাদ পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সকাল সাড়ে ১০টা নাগাদ শিলঙে সিবিআই দফতরে হাজির হন তিনি৷ কিন্তু, রাজীব কুমার ঢোকার পর এদিন সকালে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এক ব্যক্তিকে আনা হয় সিবিআইয়ের শিলংয়ের দফতরে৷ হনুমান টুপি পরিয়ে গাড়িতে করে কার্যালয়ের পিছন দিয়ে তাঁকে নিয়ে আসা হয়। ওই ব্যক্তির পরিচয় সংবাদ মাধ্যমের থেকে গোপন রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

তিনদিন জিজ্ঞাসাবাদের শেষে এখনও বেশ কিছু প্রশ্নের সদুত্তর মেলেনি রাজীব কুমারের থেকে। সোমবারই কুণাল ঘোষ ও রাজীব কুমারকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর্ব শেষ করে সিবিআই৷ শনিবার হয়েছিল আট ঘণ্টা। রবিবার রাজীব কুমারকে সিবিআই জেরা করল ১১ ঘণ্টা। সোমবার প্রায় সাত ঘণ্টা জেরার বসে কার্যত বিধ্বস্ত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতম পুলিশকর্তা৷ মঙ্গলবার ফের তাঁকে জেরার জন্য ডাকা হয়েছে৷ চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তে এযাবৎকালের দীর্ঘতম জেরার সাক্ষী রইল শিলঙ। সারদার পর এবার রোজভ্যালি নিয়েও জোরা করা হতে পারে৷ জেরার জন্য মঙ্গলবার তাঁকে ফের ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷

সিবিআই সূত্রে খবর, গুরুতরভাবে সারদা কেলেঙ্কারির একাধিক তথ্য গোপন করেছেন রাজীব কুমার৷ যা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে রাজীবকুমারের অসহযোগিতা বলে অভিযোগ জানাতে পারে সিবিআই। তবে শেষের দিকে তিনিও অনেকটাই ভেঙে পড়েন বলে খবর। দাপুটে আইপিএস আধিকারিকের ‘রক্ষণ’ও ক্রমেই দুর্বল হচ্ছে।

সিবিআই সূত্রে খবর,  সারদা কাণ্ডের জেরার পর এবার রোজভ্যালি কেলেঙ্কারিতেও নথি লোপাটের অভিযোগে জেরার মুখে পড়তে হয়েছে পুলিশ কমিশনারকে। সারদা-রোজভ্যালি ছাড়া টাওয়ার গ্রুপের কেলেঙ্কারিতেও জেরার মুখে পড়তে চলেছেন রাজীব কুমার। তবে রবিবার রাজীব কুমারের অস্বস্তি প্রবল হয় সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত প্রায় দশটা পর্যন্ত তৃতীয় দফার জেরায়। মুখোমুখি প্রাক্তন তৃণমূলী সাংসদ কুণাল ঘোষ। দুঁদে আইপিএস আধিকারিকের শরীরী ভাষারও বদল ঘটছে। প্রথম দিনের ‘আত্মবিশ্বাস’ প্রায় উধাও দ্বিতীয় দিনে। ছয় বছর আগে রাজীব কুমার এই সারদা কাণ্ডেই গ্রেপ্তার করেছিলেন কুণাল ঘোষকে। ছয় বছরের ব্যবধানে সেই চিট ফান্ড কাণ্ডেই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে কুণাল ঘোষের মুখোমুখি হতে হয়েছে সিট’র অন্যতম প্রভাবশালী এই পুলিশ কর্তাকে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি জেরা এড়ানোর অনুরোধ করেছিলেন রাজীব কুমার। তবে জেরাতেই প্রমাণ হয়েছে কেন তদন্তকারী সংস্থা মুখোমুখি বসাতে চাইল কুণাল ঘোষ-রাজীব কুমারকে। জেরার অগ্রগতি এমনই যে, রবিবারও সিবিআই’র কাছে তাড়াতাড়ি জেরা শেষ করে কলকাতায় ‘কাজ আছে’ বলে অব্যাহতি চাইলেও তা মেলেনি। সোমবার ফের শিলঙের অকল্যান্ডে সিবিআই দপ্তরে জেরায় হাজির হতে হবে তাঁকে। রাতে সিবিআই’র একটি সূত্রে জানা গেছে, সোমবারও সকাল থেকেই ফের কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি জেরায় রাজীব কুমারকে বসানো হবে। দাপুটে আইপিএস বনাম সিবিআই স্নায়ুর লড়াইয়ে দৃশ্যতই বিব্রত রাজীব কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *