ফাঁস হয়ে গেল রজনীকান্তের রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন

চেন্নাই: পরের বছর নির্বাচনে যে রজনীকান্ত লড়বেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। জানাই ছিল একুশের নির্বাচনে তিনি তাঁর দলের হয়ে ভোটে দাঁড়াবেন। যদিও এখনও তাঁর দলের নাম ঘোষণা হয়নি। কিন্তু দলের প্রতীক চিহ্ন কী হতে চলেছে, তা ইতিমধ্যেই সামনে এসেছে।

চেন্নাই: পরের বছর নির্বাচনে যে রজনীকান্ত লড়বেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। জানাই ছিল একুশের নির্বাচনে তিনি তাঁর দলের হয়ে ভোটে দাঁড়াবেন। যদিও এখনও তাঁর দলের নাম ঘোষণা হয়নি। কিন্তু দলের প্রতীক চিহ্ন কী হতে চলেছে, তা ইতিমধ্যেই সামনে এসেছে।

৩১ ডিসেম্বর দলের নাম ঘোষণা করবেন রজনীকান্ত। অর্থাৎ থালাইভার দলের নাম কী হবে তা জানতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। তাঁর দলের প্রতীক সম্ভবত হতে পারে অটোরিকশা। রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, একুশের নির্বাচন এই প্রতীকেই ভোটের ময়দানে লড়বেন সুপারস্টার। তবে শুধু দলের প্রতীক নয়, নাম নিয়েও জল্পনা শোনা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই ‘মাক্কাল সেবাই কাটচি’ নামে একটি রাজনৈতিক দলের নাম শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছেও এই নাম পৌঁছেছে। সেটা রজনীকান্তের দলের নাম হতে পারে, এমনও বলেছেন অনেকে। যদিও থালাইভা বা তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে এখনও এ নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে সূত্রের খবর, রজনী ইতিমধ্যেই নাকি এই নামে রেজিস্ট্রেশন সেরে ফেলেছেন।

কিন্তু অটোরিকশাই কেন? ১৯৯৫ সালে তামিল ছবি ‘বাশা’-তে এক অটোচালকের চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। ছবিটি সুপারহিট হয়েছিল। এই ছবির পর রজনী এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে ২৫ বছর পরও তাঁর অনুরাগীরা সেই চরিত্র ভুলতে পারেনি। আয়ুধা পুজোর সময় এখনও সেই ছবির গান বাজে। আর তামিলনাড়ুর অনেক অটোচালক তার তালে নাচের। ছবির গানগুলির মধ্যে যদিও সবচেয়ে বেশি জনপ্রিয় রজনীকান্তের ‘নান অটোকারন’ গান। তাই অটোরিকশাকেই দলের প্রতীক করেছেন তিনি। প্রসঙ্গত, থালাইভার দল প্রথমে আনাইতিন্ধিয়া মাক্কাল শক্তি কাজাগম নামে নথিভুক্ত করেছিল। প্রতীক ছিল রজনীর বিখ্যাত দুই আঙুল দেখানো জয়। কিন্তু সেটি বাতিল করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *