নয়াদিল্লি : সিবিআই তোতা পাখি৷ আগেই জানিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ এবার সেই সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির৷ রাজনৈতিক চাপ না থাকলেই সিবিআই ভালো কাজ করা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷
তিনি সাফ জানান, এটা সত্য যে বেশ কয়েকটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলায় বিচারবিভাগের পরীক্ষায় পাস করতে পারেনি সিবিআই৷ গাফিলতি হয়৷ রাজনৈতিক প্রভাবে তদন্তের মান ও নিরপেক্ষতা নষ্ট হয়৷
একটি মামলায় সুপ্রিম কোর্টকে সিবিআইয়ের স্বাধীনতা রক্ষার জন্য নির্দেশিকা জারি করা হয়৷ যেহেতু সিবিআইয়ের নিয়ন্ত্রণ সরকারের হাতে, ফলে রাজনৈতিক অস্ত্র হিসেবে তার ব্যবহারের আশঙ্কায় সিবিআইয়ের সংস্কারের জন্য বহু প্রস্তাব বিচারবিভাগের কাছ থেকে সরকারের কাছে পাঠানো হয়েছে বলে খবর৷