নয়াদিল্লি: বিদ্রোহী বিধায়কদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কর্ণাটকের স্পিকারকে চাপ দেওয়া যাবে না৷ তাঁকে কোনও সময়সীমাও বেঁধে দেওয়া চলবে না৷ বৃহস্পতিবার নিতে হবে আস্থা ভোট৷ সেই সঙ্গেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১৫ জন বিদ্রোহী বিধায়ককে বিধানসভায় যেতে বা আস্থা ভোটে অংশ নিতে বাধ্যও করা যাবে না৷
ফলে তাদের বিরুদ্ধে জারি হওয়া হুইপ কার্যকর হবে না৷ এর আগেই স্পিকার রমেশ কুমারের তরফে সুপ্রিম কোর্টে জানা হয়েছিল, বৃহস্পতিবার আস্থা ভোট করছেন তিনি৷ বিজেপি নেতা ইয়েদুরাপ্পা বলেছেন, বৃহস্পতিবারই কর্নাটকের কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের পতন হবে৷
Supreme Court says, “Karnataka MLAs not compelled to participate in the trust vote tomorrow.” https://t.co/qSfPf8oQ2x
— ANI (@ANI) July 17, 2019
এদিনই বেঙ্গালুরুর শঙ্কর মঠে পুজো দিয়েচেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷ এদিকে, দুই বিদ্রোহী বিধায়ক এম টি নাগরাজু এবং সুধাকরকে বুধবারই কথা বলার জন্য ডেকেছেন স্পিকার৷ তাঁর সঙ্গে কথা হতে পারে আরেক বিধায়ক এমডিবি নাগরাজু৷