রাফাল মামলায় গুরুত্বপূর্ণ ঘোষণা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ফের রাফাল মামলায় বড়সড় ধাক্কা খেল বিরোধী শিবির৷ সুপ্রিম কোর্টের রাফাল মামলার রায় পুনর্বিবেচনা করার আর্জি আজ নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে মীনাক্ষি লেখির আদালত অবমাননা মালায় রাহুল গান্ধীকে সতর্ক করে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ আজ রাফাল মামলার রিভিউ পিটিশনে মিনাক্ষি লেখির আবেদন সাপেক্ষে আদালত জানিয়েছে, ভবিষ্যতে রাহুল গান্ধীকে আরও সতর্ক

রাফাল মামলায় গুরুত্বপূর্ণ ঘোষণা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ফের রাফাল মামলায় বড়সড় ধাক্কা খেল বিরোধী শিবির৷ সুপ্রিম কোর্টের রাফাল মামলার রায় পুনর্বিবেচনা করার আর্জি আজ নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে মীনাক্ষি লেখির আদালত অবমাননা মালায় রাহুল গান্ধীকে সতর্ক করে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷

আজ রাফাল মামলার রিভিউ পিটিশনে মিনাক্ষি লেখির আবেদন সাপেক্ষে আদালত জানিয়েছে, ভবিষ্যতে রাহুল গান্ধীকে আরও সতর্ক হতে হবে৷ চৌকিদার সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের৷ আজ রাফাল মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল৷ তা আজ সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়ে জানিয়েছে, এফআইআর বা রায় পুনর্বিবেচনা করা নিষ্প্রয়োজনীয়৷ ফলে, গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর রায় বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিমকোর্ট৷

গত ১৪ ডিসেম্বর রাফাল মামলায় রায়ে শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত ৩ বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল, রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে চুক্তি প্রক্রিয়ায় দেখে আদালত সন্তুষ্ট৷ ফলে আদালত তাতে কোনও ভাবেই হস্তক্ষেপ করা হবে না৷

আদালতে কেন্দ্রের তরফে রাফাল স্বস্তি মিললেও কত দামে, কোন শর্তে কী চুক্তি হয়েছে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আনেনি কেন্দ্র৷ এই মর্মে মামলাকারীরা অভিযোগ জানান আদালতে৷ গত বছর রায় ঘোষণা হওয়ার পরপরই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়৷ সেই মতো আজ ছিল রায় ঘোষণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twenty =