নয়াদিল্লি: মোবাইল অ্যাপ টিকটক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার মাদ্রাজ হাইকোর্টকেই দিল সুপ্রিম কোর্ট।
এই মামলার শুনানীর সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, বুধবার মাদ্রাজ হাইকোর্টে এই নিয়ে ফের শুনানি হবে। সেদিন হাইকোর্ট কোনও সিদ্ধান্ত নিতে না পারলে, পূর্ববর্তী নির্দেশ খারিজ হয়ে যাবে। অর্থাত্, এই অ্যাপের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা খারিজ হয়ে যাবে। সোমবার মোবাইল অ্যাপ সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত।
এই অ্যাপের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল, প্ররোচনামূলক এবং বিতর্কিত ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ ওঠে। তাই এতে রাশ টানার আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এরপর এটি ভারতে বন্ধ করার বিষয়ে কেন্দ্র সরকারকে নির্দেশ দেন বিচারপতিরা।