supreme cour
নয়াদিল্লি: সমলিঙ্গ সম্পর্ক নিয়ে সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছে তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। এই সম্পর্কে স্বীকৃতি দিয়েছে দেশের শীর্ষ আদালত তবে বিয়ের পক্ষে রায় দেয়নি। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে যাবতীয় পদক্ষেপ করতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তবে শুধু এমন নির্দেশ নয়, আরও একগুচ্ছ নির্দেশ এসেছে শীর্ষ আদালতের তরফ থেকে। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।
খালি চোখে দেখতে গেলে, ভারতের একদম সাধারণ নাগরিক যে যে সুবিধা পায়, সমকামীদের সেই সুবিধাই পাওয়ার কথা, কিন্তু তারা পান না। দেশে প্রতি নাগরিকের অধিকারের কথা বলা আছে সংবিধানে, তাই সমকামীদের প্রতি বঞ্চনা ইস্যুতে এবার প্রত্যক্ষ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, সমকামীদের প্রতি বঞ্চনা শেষ করতেই হবে। তাই তাঁর তরফে এসেছে একাধিক নির্দেশ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না এলজিবিটি সম্প্রদায়ের মানুষকে। এছাড়া আম জনতাকে সচেতন করতে হবে যাতে তারা সমকামী সম্প্রদায়ের মানুষের প্রতি সংবেদনশীল থাকেন।
দেশের সর্বোচ্চ আদালত আরও বলেছে, সমকামী সম্প্রদায়ের কোনও মানুষকে হরমোনাল থেরাপির মধ্যে যেতে বাধ্য করা যাবে না। সমকামীদের জোর করে পুলিশ বাড়িতে বা পরিবারের কাছে ফিরতে বাধ্য করতে পারবে না। সব থেকে বড় নির্দেশ, সমকামী যুগলের ক্ষেত্রে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও এফআইআর করার আগে প্রাথমিক তদন্ত করতে হবে পুলিশকে। তবে এই সম্প্রদায়ের মানুষকে থানায় ডেকে তাঁদের যৌন পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অযথা হেনস্থাও করতে পারবে না পুলিশ।