নয়াদিল্লি : এনআরসির সময়সীমা একমাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। ৩১ জুলাইয়ের জায়গায় জাতীয় নাগরিকপঞ্জি চূড়ান্ত করার সময় হল ৩১ আগস্ট। তবে আনআরসির ২০ শতাংশ তথ্য নতুন করে খতিয়ে দেখা জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আবেদন শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। অসমের এনআরসির কোঅর্ডিনেটর ১৯ জুলাই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, অতিরিক্ত তালিকা ৩১ আগস্টের মধ্যে তৈরি হবে।
৭ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে। সরকারের তরফে বলা হয়েছিল, সরকারি অফিসারদের যোগসাজসে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে বহু বাংলাদেশির বনাম অবৈধভাবে নাগরিক তালিকায় তোলা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে অসমের প্রথম নাগরিকপঞ্জি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর।