বিজেপির স্বপ্ন ভেঙে মারাঠা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সুপ্রিমকোর্টে ফের বড়সড় ধাক্কা খেলো বিজেপি৷ মহারাষ্ট্রে সরকার গঠনের শক্তি পরীক্ষা সংক্রান্ত বিরোধীদের দাবিকে সম্মতি জানাল দেশের শীর্ষ আদালত৷ দেওয়া হল গুরুত্বপূর্ণ নির্দেশ৷ আজ মহারাষ্ট্র মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে সমস্ত বিধায়কের শপথ গ্রহণ শেষ করাতে হবে৷ বিধায়কদের শপথগ্রহণ শেষে করাতে হবে শক্তিপরীক্ষা? সরকার গঠনের জন্য উভয় পক্ষকেই

বিজেপির স্বপ্ন ভেঙে মারাঠা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সুপ্রিমকোর্টে ফের বড়সড় ধাক্কা খেলো বিজেপি৷ মহারাষ্ট্রে সরকার গঠনের শক্তি পরীক্ষা সংক্রান্ত বিরোধীদের দাবিকে সম্মতি জানাল দেশের শীর্ষ আদালত৷ দেওয়া হল গুরুত্বপূর্ণ নির্দেশ৷

আজ মহারাষ্ট্র মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে সমস্ত বিধায়কের শপথ গ্রহণ শেষ করাতে হবে৷ বিধায়কদের শপথগ্রহণ শেষে করাতে হবে শক্তিপরীক্ষা? সরকার গঠনের জন্য উভয় পক্ষকেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করাতে হবে৷ কিন্তু তার আগে প্রোটেম স্পিকার নিযুক্ত করাতে হবে৷ নিযুক্ত করবেন রাজ্যপাল৷ বিকেল পাঁচটার পর নেওয়া হবে আস্থা ভোট৷

ভোটগ্রহণ পর্ব সরাসরি দেখাতে হবে আমজনতা কে৷ গোপন ব্যালটে ভোট হবে না৷ সরাসরি হাত তুলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে৷ তারপরে নির্ধারিত হবে কে মহারাষ্ট্র সরকারে বসবে৷ বিরোধীদের সওয়াল ছিল, অবিলম্বে সুপ্রিমকোর্ট শক্তি পরীক্ষার নির্দেশ দিক৷ সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্রে সরকারের ভাগ্য নির্ধারণের জন্য আগামীকাল বিজেপিকে শক্তিপরীক্ষা করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *