ব্রেকিং: করোনা-কালে বন্ধ হোক লুট! অ্যাম্বুল্যান্সের ভাড়া বাঁধতে রাজ্যকে সুপ্রিম নির্দেশ

ব্রেকিং: করোনা-কালে বন্ধ হোক লুট! অ্যাম্বুল্যান্সের ভাড়া বাঁধতে রাজ্যকে সুপ্রিম নির্দেশ

 

নয়াদিল্লি: কখনও মুমূর্ষ রোগীকে ফেলে চম্পট, কখনও আবার মরণাপন্ন রোগীকে অ্যাম্বুলেন্সে তুলতে অনীহা চালকের৷ রোগী পরিবারের অসহায়তার সুযোগকে কাজে লাগিয়ে দেদার টাকা হাঁকানোর অভিযোগও কম ওঠেনি৷ অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷

করোনা আবহে অ্যাম্বুল্যান্সের ভাড়া বেঁধে দিক রাজ্য সরকার৷ অ্যাম্বুল্যান্সের ভাড়া যথাযথভাবে নির্দিষ্ট করতে দিতে হবে রাজ্য সরকারকে৷ আজ দুপুরে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দেশজুড়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল, করোনা সুযোগকে কাজে লাগিয়ে অ্যাম্বুল্যান্সের চালকরা রীতিমতো চড়া দর হাঁকছেন৷ ৬ কিমি পথ যেতে ৯ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়ার মতো অভিযোগও উঠেছে৷ বেসরকারি ও সরকারি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিরুদ্ধেও নানান অভিযোগ উঠতে শুরু করেছে৷ করোনাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠা অ্যাম্বুল্যান্সের চালকদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে দায়ের হয়েছিল মামলা৷

আজ ছিল সেই মামলার শুনানি৷ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ, রোগী পরিবারের হয়রানি রুখতে রাজ্য সরকার বেঁধে দিতে হবে অ্যাম্বুল্যান্সের ভাড়া৷ নির্দিষ্ট চার্জ ধার্য করতে দিতে হবে৷ করোনা আক্রান্ত কিংবা অন্য রোগীদের ক্ষেত্রে অ্যাম্বুল্যান্সের পরিষেবা কীভাবে মিলবে, তার গাইডলাইন প্রকাশ করার বিষয়ে পর্যবেক্ষণ জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷ রাজ্য সরকারগুলির গাইডলাইন অনুযায়ী অ্যাম্বুল্যান্স পরিষেবা চালানো হোক বলেও জানিয়েছে শীর্ষ আদালত৷

করোনা অবহেলা বেলাগাম অ্যাম্বুল্যান্সের ভাড়া নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত৷ করোনা আবহে অ্যাম্বুল্যান্সের ভাড়া বেঁধে দিক রাজ্যগুলি৷ এই বিষয়ে রাজ্যগুলিকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে৷ অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার বিষয়েও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হচ্ছে বলে আদালত সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *