নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় শুরু গেরুয়া শিবিরে

নয়াদিল্লি: ফলপ্রকাশের আগেই এনডিএর বৈঠক ডাকলেন অমিত শাহ। আজ এনডিএর নৈশভোজ ও বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লোকসভা ভোটে বিজেপি একাই ৩০০ আসনের বেশি পাবে এই দাবি অমিত শাহ প্রথম থেকে করে এসেছেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি পাবে ২৩টি আসন, এরকম দাবিও করেছেন তিনি। ঘটনাচক্রে গতকাল প্রকাশিত হওয়া এক্সিট পোলে

626e3b2ffcb7ab96c404a53548029e3d

নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় শুরু গেরুয়া শিবিরে

নয়াদিল্লি: ফলপ্রকাশের আগেই এনডিএর বৈঠক ডাকলেন অমিত শাহ। আজ এনডিএর নৈশভোজ ও বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লোকসভা ভোটে বিজেপি একাই ৩০০ আসনের বেশি পাবে এই দাবি অমিত শাহ প্রথম থেকে করে এসেছেন।

একইসঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি পাবে ২৩টি আসন, এরকম দাবিও করেছেন তিনি। ঘটনাচক্রে গতকাল প্রকাশিত হওয়া এক্সিট পোলে একাধিক সমীক্ষক সংস্থা হুবহু অমিত শাহের দাবি অনুযায়ী‌ই ফল হতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ সমীক্ষা অনুযায়ী কেন্দ্রে বিজেপি সরকার গড়বে তিন শতাধিক আসন নিয়ে। সমীক্ষার ফলে আত্মবিশ্বাসী বিজেপি ভোটের ফলপ্রকাশ পর্যন্ত অপেক্ষা না করে তাই আগামীকালই জোটশরিকদের নিয়ে বৈঠকে বসছে।

এনডিএর প্রত্যেক শরিককে নিয়েই আজ সম্ভাব্য মন্ত্রিসভা গঠন নিয়েও প্রাথমিক আলোচনা সেরে ফেলতে চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার প্রকৃত ফলপ্রকাশের পর যদি দেখা যায় বিজেপি একাই তিন শতাধিক আসন পেয়ে গিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই আগামী ৫ বছরের জন্য এনডিএ শরিকদের কণ্ঠস্বর ও শক্তি যে খর্ব হতে চলেছে তা নিয়ে সংশয় নেই। সেক্ষেত্রে মন্ত্রিসভায় জায়গা পাওয়া অথবা নিজেদের পছন্দমতো মন্ত্রক নিয়ে কোনও দর কষাকষিই করতে পারবে না শরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *