ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফনি’, প্রভাব এবার বাংলায়

নয়াদিল্লি: আরও শক্তি বাড়াল বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফনি’৷ সম্ভবত ওড়িশা উপকূলে আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আছড়ে পড়তে পারে৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫০ কিলোমিটারের মধ্যে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার ছাড়াতে পারে বলে অনুমান৷ তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদের দিকে সরে না গিয়ে ঘূর্ণিঝড় ‘ফনি’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফনি’, প্রভাব এবার বাংলায়

নয়াদিল্লি: আরও শক্তি বাড়াল বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফনি’৷ সম্ভবত ওড়িশা উপকূলে আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আছড়ে পড়তে পারে৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫০ কিলোমিটারের মধ্যে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার ছাড়াতে পারে বলে অনুমান৷

তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদের দিকে সরে না গিয়ে  ঘূর্ণিঝড় ‘ফনি’ যদি ওড়িশা উপকূলে আঘাত হানে তাহলে তার প্রভাব পড়বে বাংলায়৷ হাওয়া অফিসের অনুমান, ফণি ওড়িশায় আঘাত হানলে তা অতি গভীর বা গভীর নিম্নচাপ হিসেবে প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গেও। যার জেরে চলতি সপ্তাহান্তে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে৷ বিশেষ করে উপকূলের জেলাগুলিতে টানা বৃষ্টি চলতে পারে৷ সঙ্গে বইতে পারে দমকা হাওয়া৷ যার জেরে এ রাজ্যে পঞ্চম দফার ভোটের প্রস্তুতি প্রভাবিত হওয়ার পারে বলেই আশঙ্কা৷

শনিবার সন্ধ্যায় চেন্নাই উপকূল থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও অন্ধ্রপ্রদেশের মছলিত্তনম থেকে ১৩৯০ কিলোমিটার দূরে অবস্থান ছিল ফেনির। অতি তীব্র সাইক্লোনে পরিণত হওয়ার রসদ রয়েছে এই ঘূর্ণিঝড়টির মধ্যে। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আছড়ে পড়তে পারে। তবে তামিলনাড়ু উপকূলে, নাকি ভারতীয় ভূখণ্ডের উত্তর-পশ্চিমের কোনও অংশে তা আছড়ে পড়তে পারে৷ তবে, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ওড়িশা উপকূলে আঘাত হানার সম্ভবনা বেশি৷

বিধ্বংসী ফেনির কারণে ইতিমধ্যেই  বিপর্যয় মোকাবিলা দল ও উপকূল রক্ষীবাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ ঘূর্ণিঝড়ের জেরে পূর্ব উপকূলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + nineteen =