শিশু ও মহিলাদের পুষ্টি অভিযানের কেন্দ্রের প্রস্তাব খারিজ রাজ্যের

নয়াদিল্লি: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্য নিচ্ছে না বলে আগেই অভিযোগ তুলেছিল মোদি সরকার৷ এবার সেই তালিকায় যুক্ত হল পুষ্টি অভিযান৷ রাজ্যসভায় কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, কেন্দ্রের পুষ্টি অভিযানে শামিল হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গ৷ ফলে এই প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের শিশু ও মহিলারা৷ শুধু তাই নয়,

শিশু ও মহিলাদের পুষ্টি অভিযানের কেন্দ্রের প্রস্তাব খারিজ রাজ্যের

নয়াদিল্লি: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্য নিচ্ছে না বলে আগেই অভিযোগ তুলেছিল মোদি সরকার৷ এবার সেই তালিকায় যুক্ত হল পুষ্টি অভিযান৷

রাজ্যসভায় কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, কেন্দ্রের পুষ্টি অভিযানে শামিল হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গ৷ ফলে এই প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের শিশু ও মহিলারা৷ শুধু তাই নয়, দেশজুড়ে অপুষ্টি দূরীকরণে কেন্দ্রের উদ্দেশ্যও সামগ্রিকভাবে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য ইরানি৷

এরই পাশাপাশি তাঁর আর্জি, রাজনীতিগত ভিন্ন মতাদর্শকে দূরে সরিয়ে রেখে পুষ্টি অভিযানে শামিল হোক পশ্চিমবঙ্গ৷ অন্তত মানবিকতার দিক দিয়ে এই প্রকল্প রূপায়নে প্রতিটি রাজ্যের এগিয়ে আসা উচিত৷ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ যাতে বঞ্চিত না হয়, তার পরামর্শ দিয়েছেন ইরানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =