মোষের সিংয়ে ১৬ লক্ষ টাকার তেল ঢেলেছে রাজ্য সরকার

বিহার : পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে এবার নতুন তথ্য এল প্রকাশ্যে৷ মোষের সিং পালিশ করতে নাকি মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব যাদবের আমলে ১৬ লক্ষ টাকার সর্ষের তেল কিনেছিল বিহার সরকার৷ পশুখাদ্য দপ্তরের মাধ্যমে তা কেনা হয়েছিল৷ আটের দশকে তোলপাড় হওয়া সেই পশুখাদ্য মামলায় এমন আরও চমক রয়েছে বলে মনে করছেন উপ-মুখ্যমন্ত্রী৷ বিহার বিধানসভার বাদল অধিবেশনে একটি বিল

মোষের সিংয়ে ১৬ লক্ষ টাকার তেল ঢেলেছে রাজ্য সরকার

বিহার : পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে এবার নতুন তথ্য এল প্রকাশ্যে৷ মোষের সিং পালিশ করতে নাকি মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব যাদবের আমলে ১৬ লক্ষ টাকার সর্ষের তেল কিনেছিল বিহার সরকার৷ পশুখাদ্য দপ্তরের মাধ্যমে তা কেনা হয়েছিল৷ আটের দশকে তোলপাড় হওয়া সেই পশুখাদ্য মামলায় এমন আরও চমক রয়েছে বলে মনে করছেন উপ-মুখ্যমন্ত্রী৷

বিহার বিধানসভার বাদল অধিবেশনে একটি বিল নিয়ে আলোচনায় উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি এই নতুন তথ্য দিয়েচেন৷ বিহারে কিভাবে সরকারি টাকা অপচয় হয়েছে সেই নিয়ে আলোচনায়  এই চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আসে৷ উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি জানিয়েছেন, ১৯৯০ থেকে ১৯৯১  ও ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মোষের সিং পালিশ করার জন্য প্রায় ৫০ হাজার লিটার সর্ষের তেল কিনেছিল পশুখাদ্য দপ্তর৷ যার জন্য দপ্তর খরচ করেছিল ১৬ লক্ষ টাকা৷ ভুয়ো বিল বানিয়ে লোপাট করা হয়েছিল টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *