লখনউ: উত্তরপ্রদেশের গরুদের জন্য বাজেটে ৬৪৭ কোটি টাকা বরাদ্দ করল যোগী আদিত্যনাথের সরকার। এর মধ্যে ২৪৭ কোটি ৬০ লাখ টাকা খরচ হবে গ্রামীণ এলাকায় গোশালার রক্ষণাবেক্ষণের জন্য। এছাড়াও গোশালার উন্নয়নে কানহা গোশালা ও বেসহারা পশু আশ্রমের জন্য বরাদ্দ হয়েছে আরও ২০০ কোটি।
ক্ষমতায় আসার পর এটি যোগী সরকারের তৃতীয় বাজেট। গতবারের তুলনায় এবারের বাজেটে ৪ লাখ ৭৯ হাজার কোটি বেশি বরাদ্দ করা হয়েছে, যা ১২ শতাংশ বেশি। এর আগে যোগী সরকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে তাদের সামাজিক দায় বাবদ রাখা টাকা গরুদের পিছনে খরচ করতে বলেছে। বিশেষকরে, গ্রামাঞ্চলের ছাড়া গরুদের দেখভালের জন্য টাকা খরচ করতে বলা হয়েছে। গোশালা বানাতে বিশেষ সেস বসা বসানো হয়েছে। পুরসভাগুলিকে ছাড়া গরুদের দেখভালের জন্য প্রতি জেলায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।