মমতার দেখানো পথে ইভিএম বিক্ষোভে সপা-বসপা

কলকাতা : ইভিএম কারচুপির প্রতিবাদে পথে নামার ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে প্রতিবাদ চলবে৷ এবার মায়াবতীর বহুজন সমাজ পর্টি ও অখিলেশ যাদরে সমাজবাদী পার্টি ৮ জুন লখনউয়ে লোকসভা নির্বচনে ইভিএমের অপব্যবহার নিয়ে বিক্ষোভ দেখাবে বলে কর্মসূচি ঘোষ করা হয়েছে৷ মোমবাতি হাতে হবে মৌন মিছিলও৷ মহারাষ্ট্রেও তুষার গান্ধি ও জি বি পারিকের নেতৃত্বে ব্যালট

মমতার দেখানো পথে ইভিএম বিক্ষোভে সপা-বসপা

কলকাতা : ইভিএম কারচুপির প্রতিবাদে পথে নামার ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে প্রতিবাদ চলবে৷ এবার মায়াবতীর বহুজন সমাজ পর্টি ও অখিলেশ যাদরে সমাজবাদী পার্টি ৮ জুন লখনউয়ে লোকসভা নির্বচনে ইভিএমের অপব্যবহার নিয়ে বিক্ষোভ দেখাবে বলে কর্মসূচি ঘোষ করা হয়েছে৷  মোমবাতি হাতে হবে মৌন মিছিলও৷ মহারাষ্ট্রেও তুষার গান্ধি ও জি বি পারিকের নেতৃত্বে ব্যালট পেপার ফেরানোর দাবিতে ১২ জুন বিক্ষোভ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =