আধিকারিককে পিটিয়ে শ্রীঘরে কৈলাস বিজয়বর্গীয়র ছেলে

লখনউ: ব্যাট দিয়ে পুরসভার আধিকারিককে পিটিয়ে গ্রেপ্তার কৈলাস বিজয়বর্গীয়র ছেল৷ মধ্যপ্রদেশের ইন্দোরের প্রকাশ্য রাস্তায় ক্রিকেট ব্যাট দিয়ে এলাকার পুরসভার আধিকারিককে পেটানোর অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়৷ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে আকাশকে গ্রেপ্তার করছে ইন্দোর পুলিশ৷ রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছেলে তথা ইন্দোরের বিজেপি বিধায়কের মারধরের ভিডিও এখন ভাইরাল৷ কিন্তু, কেন এভাবে তাণ্ডব চালালেন এই

আধিকারিককে পিটিয়ে শ্রীঘরে কৈলাস বিজয়বর্গীয়র ছেলে

লখনউ: ব্যাট দিয়ে পুরসভার আধিকারিককে পিটিয়ে গ্রেপ্তার কৈলাস বিজয়বর্গীয়র ছেল৷ মধ্যপ্রদেশের ইন্দোরের প্রকাশ্য রাস্তায় ক্রিকেট ব্যাট দিয়ে এলাকার পুরসভার আধিকারিককে পেটানোর অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়৷ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে আকাশকে গ্রেপ্তার করছে ইন্দোর পুলিশ৷ রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছেলে তথা ইন্দোরের বিজেপি বিধায়কের মারধরের ভিডিও এখন ভাইরাল৷

কিন্তু, কেন এভাবে তাণ্ডব চালালেন এই বিজেপি নেতা? সংবাদ সংস্থা সূত্রে খবর, ইন্দোরের একটি বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান চালান ধীরেন্দ্র ব্যস ও অসিত খার নামের স্থানীয় পুরসভার অধিকারিক৷ বেআইনি নির্মাণ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে যান কৈলাস বিজয়বর্গীয়র ছেলে৷ শুরু হয় বচসা৷ এর পরই ব্যাট দিয়ে পুরসভার আধিকারিককে মারেন আকাশ৷ পুলিশ বাধা দিতে গেলে পুলিশকেও মারা হয়৷ এরপর থানায় দায়ের হয় অভিযোগ৷ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি নেতার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ৷

সংবাদ সংস্থা এএনআইয়ের ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি হুমকি দিচ্ছেন, ১০ মিনিটের মধ্যে এলাকা না ছাড়লে ফল ভালো হবে না৷ পরে, আকাশ বিজয়বর্গীয় সাংবাদিকদের জানান, ‘‘বিজেপিতে আমরা তিন পর্যায়ে শিক্ষা দিয়ে থাকি৷ প্রথমে আবেদন৷ পরে নিবেদন৷ শেষে ধনাধন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *