নয়াদিল্লি: ভারত সফরে আসছেন ট্রাম্প। ট্রাম্পকে খুশি করতে মোদি ব্যবস্থা আর পরিকল্পনার কোনও কসুর করছে না। ভারতের দীন দশা যাতে কোনওভাবেই ট্রাম্পের চোখে না পড়ে, সেই কারণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে মোদি। ট্রাম্পের চোখে যাতে গুজরাতের বস্তি কোনওভাবেই চোখে না পড়ে, সেই কারণে প্রাচীর তুলে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি করেছেন মোদি সরকার। এবার যাতে যমুনার দুর্গন্ধ না আসে পরিষ্কার জল ছেড়ে মোদি নতুন বিতর্কের জন্ম দিলেন।
জানা গিয়েছেন বুলেন্দশহরের গঙ্গানাহার থেকে ৫০০ কিউসেক জল যমুনায় ছাড়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে যমুনার দূষণ কিছুটা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আগামী ২৪ তারিখে দুই দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লি ছাড়াও আগ্রা ও আহমেদাবাদে তাঁর যাওয়ার কথা আছে। আগ্রায় যমুনার দর্গন্ধ মার্কিন প্রেসিডেন্টের কাছে লুকোতে ৫০০ কিউসেক ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০ তারিখ এই জল মথুরায় পৌঁছবে। ২১ তারিখ বিকেলে এই জল আগ্রায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের জলসেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার ধর্মেন্দর সিং ফোগট।
এই অতিরিক্ত জলের ফলে যমুনায় অক্সিজেনের মাত্রা কিছুটা বাড়বে এবং দুর্গন্ধ কমবে বলে আশা করা হচ্ছে। তবে এতে যমুনার জল পানযোগ্য মোটেও হবে না বলে সাবধান করেছেন উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্যদের ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার।