নয়াদিল্লি: এখনও বাকি শেষ দফার ভোটগ্রহণ৷ কিন্তু, তার আগেই সর্বভারতীয় ইংরেজি নিউ চ্যানেল ভুলবশত ফাঁস এক্সিট পোলের ফলাফল৷ কয়েক মুহূর্তের ভাইরাল ভিডিও৷ আর ওই এক্সিট পোল যদি কোনও ইঙ্গিত হয়ে থাকে, তাহলে নরেন্দ্র-মোদি অমিত শাহদের কপালে চিন্তার ভাঁজ পড়বে৷ শেষ হাসি হাসতে পারেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়দের।
সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওটিতে দেখানো হয়েছে, তাতে এনিডিএকে ১৭৭টি আসন দেওয়া হয়েছে৷ আর ইউপিএকে দেওয়া হয়েছে ১৪১টি আসন৷ অন্যান্য আঞ্চলিক দলগুলিকে মিলিতভাবে দেওয়া হয়েছে ২২৪টি আসন৷ বৃহস্পতিবার ওই চ্যানেলের পক্ষ থেকে দেখানো হচ্ছিল, কীভাবে তারা নিখুঁত এক্সিট পোলের ফলাফল জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে৷ তখনই কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে ফুটে ওঠে সম্ভাব্য সমীক্ষার ফল৷ আর সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷
We understand your excitement about this clip! Sorry to disappoint you. ? We too are waiting anxiously for the data.This is visibly a promo with dummy data, played on #ElectionNewstrack
For the REAL thing,tune in to India Today & AajTak on May 19, 4pm onwards #AajTakAxisExitPoll pic.twitter.com/cTC1lGmRvE— आज तक (@aajtak) May 16, 2019
যদি, ভাইরাল হওয়া ভিডিও মিলে যায়, তাহলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে প্রায় ১০০টি আসন কম পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷ আর সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক দল৷ ভাইরাল হওয়া ফলাফল অনুযায়ী, ২০১৪ সালের তুলনায় পঞ্চাশ শতাংশ কম আসন পেতে চলেছে এনডিএ। আর ইউপিএর ঝুলিতে বাড়বে ৭৬টি আসন৷ আঞ্চলিক দলগুলি গত লোকসভার তুলনায় ১০১টি আসন বেশি পেতে চলেছে৷ ভুলবশত এই পোলের ছবি যখন স্ক্রিনে ফুটে উঠেছে, তখনও চ্যানেলের সঞ্চালক দাবি করতে থাকেন, কীভাবে অতীতে তাঁরা একাধিক নির্বাচনে এক্সিট পোলের ফলাফল পুরোপুরি মিলিয়ে দিয়েছেন। পরে অবশ্য এই ভুলের জন্য চ্যানেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়৷