নয়াদিল্লি: গ্রামীণ এলাকায় তাদের অর্থ সাহায্যে যেসব প্রকল্প চলছে, সেগুলির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় সরকার। আগামী ২৭ ফেব্রুয়ারি পঞ্চায়েত দপ্তরের অফিসারদের দিল্লিতে ডাকা হয়েছে।
সেখানে রাজ্যে চলা সব প্রকল্পে কত টাকা খরচ হয়েছে, কতদূর কাজ হয়েছে, তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জানাতে হবে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের। সেই সঙ্গে আগামী ২০১৯-২০ আর্থিক বর্ষে গ্রামোন্নয়নের লক্ষ্যমাত্রা ঠিক করার জন্য পঞ্চায়েত দপ্তরকে প্রস্তাব দিতে হবে। যার উপর ভিত্তি করে বরাদ্দ ঠিক হবে।