নয়াদিল্লি: রাফাল তরজার মধ্যেই অর্ধেকেরও বেশি টাকা শোধ করে দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, ৫৯ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ধাপে ধাপে পরিশোধ করা হয়ে গিয়েছে।
যদিও এখন পর্যন্ত ৩৬টি যুদ্ধবিমানের একটিও ভারতের হাতে আসেনি। উনিশের নভেম্বর থেকে ২০২২ সালের এপ্রিলের মধ্যে ৩৬টি বিমান হাতে হাতে এসে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৩টির আপগ্রেডেশনের জন্য অনুরোধ করা হয়েছিল। সেগুলি পেতে আরও ৬ মাস দেরি হতে পারে । এবছরের শেষের দিকে আরও ১৩ হাজার কোটি টাকা পরিশোধ করা হবে বলেও জানা গেছে।