নয়াদিল্লি: নবীন পট্টনায়ক কী করবেন, সেদিকে নজর ছিল গোটে দেশের। অবশেষে তিনি সব জল্পনার অবসান ঘটালেন। জানালেন, ২০১৯-এর লোকাসভা নির্বাচনে তিনি মহাগটবন্ধনে যাবেন না। একইসঙ্গে তিনি আরো জানান যে, কংগ্রেস ও বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রাখবেন।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান, নিজেদের নীতিতে অনড় থেকে কংগ্রেস ও বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলবেন। এর আগে বিভিন্ন সময় তাঁকে এনডিএ-র সমালোচনা করতে দেখা গেছে। ফলে মনে করা হয়েছিল, তিনি মহাজোটে যেতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা আর রইল না।
ডিসেম্বরের শেষে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো চন্দ্রশেখর রাও ফেডারেল ফ্রন্ট গড়ার প্রস্তাব নিয়ে নবীনের কাছে গিয়েছিলেন। তিনি পরে কলকাতায় এসে মমতা বন্দ্যাপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। যদিও চন্দ্রশেখর রাওকে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। তেলেঙ্গানা নির্বাচনে ব্যাপক জয় পেয়ে নবীনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চান কেসিআর। রাহুলের সঙ্গে হাত না মিলিয়ে শেষপর্যন্ত নবীন-কেসিআর কী হাত মেলাবেন? দেখা যাক।
এ দিকে মহাজোট কী চেহারা নিবে, তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ উত্তরপ্রদেশে কংগ্রেসকে ব্রাত্য করে জোট করেছেন বুয়া-বাবুয়া। এত জোট! বিজেপিকে ঠেকাতে!