কেরলা: কেরলের পদ্মনাভ মন্দিরে ১৩০ কোটি ভারতবাসীর সুখ সমৃদ্ধির জন্য পুজা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। টুইট করে প্রধামন্ত্রী নিজেই সেই কথাই জানান। মঙ্গলবার তিনি কেরলে যান। সেখানে কয়েক শতাব্দীর প্রাচীন ও ঐতিহ্যবাহী ওই বিষ্ণু মন্দিরে প্রায় মিনিট কুড়ি ছিলেন মোদী। রীতি মেনে পুজা করেন। তবে দেব দর্শনের আগে তিনি মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা করেন।
২০১৬-১৭ সালে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নয়নের জন্য ‘স্বদেশ দর্শন’ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় পর্যটন দফতর। সেই প্রকল্প থেকে মন্দিরের উন্নয়নের জন্য প্রায় ৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেসব কাজকর্মও পরিদর্শন করেন তিনি। প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। যদিও সেটাও শেষ পর্যন্ত বিতর্কমুক্ত রইল না। কংগ্রেস সাংসদ শশী থারুরের অভিযোগ, মন্দিরে পুজা দিতে গিয়েও সরকারের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন তিনি। তাঁর নাম ইচ্ছাকৃতবাদে আমন্ত্রিতদের তালিক থেকে বাদ দেওয়া হয়। সেজন্য পূজা না দিয়েই ফিরে যেতে হয়।
Prayed for the development of India and the peace and happiness of 130 crore Indians at the Sree Padmanabhaswamy Temple. pic.twitter.com/a9PvVY5sDQ
— Narendra Modi (@narendramodi) January 15, 2019